আজকের পত্রিকা ডেস্ক
মানুষের মস্তিষ্কের ভেতর নীরব চিন্তাভাবনা বা ‘ইনার স্পিচ’ (মনের কথা) শনাক্ত করার কৌশল উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির ক্ষেত্রে এটিকে একটি বড় অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।
এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে সেল বিজ্ঞান সাময়িকীতে। এই উদ্ভাবনের ফলে যেসব মানুষ কথা বলতে পারেন না, তাঁরা চিন্তাভাবনার মাধ্যমেই অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
গবেষণায় দেখা গেছে, একজন ব্যক্তি যখন মনে মনে একটি নির্দিষ্ট শব্দ (যেমন একটি পাসওয়ার্ড) ভাবেন, তখন বিসিআই সিস্টেম সে চিন্তাকে অনুবাদ করা শুরু করে। এ প্রযুক্তির সাহায্যে ৭০ শতাংশের বেশি নির্ভুলতার সঙ্গে মনের ভাবনার পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিসিআই প্রযুক্তি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ সিস্টেমে মস্তিষ্কের যে অংশ শারীরিক নড়াচড়া নিয়ন্ত্রণ করে, সেখানে সেন্সর স্থাপন করে এবং সেখান থেকে স্নায়ু সংকেত ডিকোড (পাঠোদ্ধার) করা হয়। এটি কৃত্রিম হাত নড়াচড়ার মতো কাজে সাহায্য করে। এখন পর্যন্ত বিসিআই প্রযুক্তি পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের কথা বলার প্রচেষ্টাকে ডিকোড করতে পারত। ব্যবহারকারী যখন কথা বলার চেষ্টা করেন, তখন বিসিআই সে চেষ্টা থেকে উৎপন্ন মস্তিষ্কের কার্যকলাপকে ব্যাখ্যা করে, কম্পিউটারে টাইপ করে। কিন্তু এ প্রক্রিয়া অত্যন্ত ধীর ও ক্লান্তিকর।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বেনিয়ামিন মেশেদে-ক্রাসা বলেন, যদি কাউকে কথা বলার চেষ্টার পরিবর্তে শুধু কথা ভাবাটাই যথেষ্ট হয়, তবে এটি তাঁদের জন্য সহজ ও দ্রুত হবে।
গবেষক দল অ্যামাইওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস (এএলএস) বা ব্রেনস্টেম স্ট্রোকের কারণে গুরুতর পক্ষাঘাতগ্রস্ত চারজন রোগীর মস্তিষ্কে মাইক্রোইলেকট্রোড স্থাপন করেন। এই মাইক্রোইলেকট্রোডগুলো মস্তিষ্কের মোটর কর্টেক্স থেকে স্নায়ু কার্যকলাপ রেকর্ড করে। গবেষকেরা রোগীদের কিছু শব্দ মনে মনে ভাবতে বা বলার চেষ্টা করতে বলেন। তাঁরা দেখতে পান, কথা বলার চেষ্টা ও মনের ভেতরে কথা ভাবা—উভয় ক্ষেত্রেই মস্তিষ্কের একই অংশে উদ্দীপনা দেখা যায়, যদিও মনে মনে কোনো কথা ভাবলে তার মাত্রা তুলনামূলকভাবে দুর্বল থাকে।
গবেষক দল এই ‘ইনার স্পিচ’ ডেটা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলকে প্রশিক্ষণ দেয়। এক পরীক্ষায় দেখা গেছে, এই বিসিআই সিস্টেম ১ লাখ ২৫ হাজার পর্যন্ত শব্দভান্ডার থেকে মনের ভেতরে ভাবা বাক্যকে ৭৪ শতাংশ পর্যন্ত নির্ভুলতার সঙ্গে ডিকোড বা পাঠোদ্ধার করতে পারে।
গবেষক দলের প্রধান ফ্রাঙ্ক উইলেট বলেন, ‘বিসিআইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। এই কাজ আমাদের আশা দিচ্ছে যে, একদিন স্পিচ বিসিআই যোগাযোগকে কথোপকথনের মতোই সাবলীল, স্বাভাবিক ও আরামদায়ক করে তুলবে।’
মানুষের মস্তিষ্কের ভেতর নীরব চিন্তাভাবনা বা ‘ইনার স্পিচ’ (মনের কথা) শনাক্ত করার কৌশল উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির ক্ষেত্রে এটিকে একটি বড় অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।
এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে সেল বিজ্ঞান সাময়িকীতে। এই উদ্ভাবনের ফলে যেসব মানুষ কথা বলতে পারেন না, তাঁরা চিন্তাভাবনার মাধ্যমেই অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
গবেষণায় দেখা গেছে, একজন ব্যক্তি যখন মনে মনে একটি নির্দিষ্ট শব্দ (যেমন একটি পাসওয়ার্ড) ভাবেন, তখন বিসিআই সিস্টেম সে চিন্তাকে অনুবাদ করা শুরু করে। এ প্রযুক্তির সাহায্যে ৭০ শতাংশের বেশি নির্ভুলতার সঙ্গে মনের ভাবনার পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিসিআই প্রযুক্তি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ সিস্টেমে মস্তিষ্কের যে অংশ শারীরিক নড়াচড়া নিয়ন্ত্রণ করে, সেখানে সেন্সর স্থাপন করে এবং সেখান থেকে স্নায়ু সংকেত ডিকোড (পাঠোদ্ধার) করা হয়। এটি কৃত্রিম হাত নড়াচড়ার মতো কাজে সাহায্য করে। এখন পর্যন্ত বিসিআই প্রযুক্তি পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের কথা বলার প্রচেষ্টাকে ডিকোড করতে পারত। ব্যবহারকারী যখন কথা বলার চেষ্টা করেন, তখন বিসিআই সে চেষ্টা থেকে উৎপন্ন মস্তিষ্কের কার্যকলাপকে ব্যাখ্যা করে, কম্পিউটারে টাইপ করে। কিন্তু এ প্রক্রিয়া অত্যন্ত ধীর ও ক্লান্তিকর।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বেনিয়ামিন মেশেদে-ক্রাসা বলেন, যদি কাউকে কথা বলার চেষ্টার পরিবর্তে শুধু কথা ভাবাটাই যথেষ্ট হয়, তবে এটি তাঁদের জন্য সহজ ও দ্রুত হবে।
গবেষক দল অ্যামাইওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস (এএলএস) বা ব্রেনস্টেম স্ট্রোকের কারণে গুরুতর পক্ষাঘাতগ্রস্ত চারজন রোগীর মস্তিষ্কে মাইক্রোইলেকট্রোড স্থাপন করেন। এই মাইক্রোইলেকট্রোডগুলো মস্তিষ্কের মোটর কর্টেক্স থেকে স্নায়ু কার্যকলাপ রেকর্ড করে। গবেষকেরা রোগীদের কিছু শব্দ মনে মনে ভাবতে বা বলার চেষ্টা করতে বলেন। তাঁরা দেখতে পান, কথা বলার চেষ্টা ও মনের ভেতরে কথা ভাবা—উভয় ক্ষেত্রেই মস্তিষ্কের একই অংশে উদ্দীপনা দেখা যায়, যদিও মনে মনে কোনো কথা ভাবলে তার মাত্রা তুলনামূলকভাবে দুর্বল থাকে।
গবেষক দল এই ‘ইনার স্পিচ’ ডেটা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলকে প্রশিক্ষণ দেয়। এক পরীক্ষায় দেখা গেছে, এই বিসিআই সিস্টেম ১ লাখ ২৫ হাজার পর্যন্ত শব্দভান্ডার থেকে মনের ভেতরে ভাবা বাক্যকে ৭৪ শতাংশ পর্যন্ত নির্ভুলতার সঙ্গে ডিকোড বা পাঠোদ্ধার করতে পারে।
গবেষক দলের প্রধান ফ্রাঙ্ক উইলেট বলেন, ‘বিসিআইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। এই কাজ আমাদের আশা দিচ্ছে যে, একদিন স্পিচ বিসিআই যোগাযোগকে কথোপকথনের মতোই সাবলীল, স্বাভাবিক ও আরামদায়ক করে তুলবে।’
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বাড়ির ওপর আছড়ে পড়া এক উল্কাপিণ্ডকে পৃথিবীর থেকেও প্রাচীন বলে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব জর্জিয়ার এক গবেষণায় উঠে এসেছে, এই উল্কাপিণ্ডের বয়স ৪৫৬ কোটি বছর—যা পৃথিবীর বর্তমান আনুমানিক বয়স ৪৫৪ কোটি বছরের তুলনায় প্রায় ২ কোটি বছর বেশি।
১ দিন আগেআন্তর্জাতিক মহাকাশ গবেষণায় আবারও চাঞ্চল্য সৃষ্টি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ অধ্যাপক আভি লোয়েব। তিনি দাবি করেছেন, সৌরজগতের দিকে ধেয়ে আসা ‘৩১ /অ্যাটলাস’ (31 /ATLAS) নামের একটি মহাজাগতিক বস্তু সম্ভবত প্রাকৃতিক নয়, বরং এটি কোনো বুদ্ধিমান সভ্যতার তৈরি করা প্রযুক্তিগত বস্তু হতে পারে।
২ দিন আগেমানববর্জ্যকে প্রক্রিয়াজাত করে তৈরি করা বায়োচার বা একধরনের শুষ্ক চারকোল সার সংকট মোকাবিলা, পরিবেশদূষণ হ্রাস ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলছেন, এটি কেবল কৃষি নয়, বরং বৈশ্বিক খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনীতির
৩ দিন আগেদুই বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে উদ্ধার হওয়া মঙ্গল গ্রহের বিরল উল্কাপিণ্ডটি গত মাসে নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছে। এই উল্কাপিণ্ডটি বিক্রি হয়েছে ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলারেরও বেশি দামে। ২৪ কেজি বেশি ওজনের পাথরটি সাহারা মরুভূমিতে পাওয়া গেছে। তবে পাথরটি বেআইনিভাবে পাচার করা হতে পারে বলে দাবি কর
৩ দিন আগে