চলতি ২০২১ সালে মানুষের বিবর্তন ও প্রাগৈতিহাসিক মানবসভ্যতার নিদর্শন আবিষ্কারের নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে। দাঁত, হাড় এবং গুহার ধুলোতে সংরক্ষিত প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা হাজার হাজার বছরের পুরোনো এসব তথ্য বের করেছেন। আধুনিক মানুষের আগের নতুন প্রজাতির আবিষ্কার বিবর্তনের জানা ইতিহাস নতুন করে নির্মাণের তাগিদ তৈরি হয়েছে। প্রাগৈতিহাসিক যুগে মানুষের পূর্বপুরুষদের খাদ্য ও ফ্যাশন সম্পর্কে ইঙ্গিত মিলছে।
চলতি বছর আবিষ্কার হওয়া এমন কিছু নিদর্শন:
আমেরিকার প্রথম মানুষ
আমেরিকায় কবে নাগাদ প্রথম মানুষ পৌঁছেছিল, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। মহাদেশটিতে পাওয়া পাথরের বিভিন্ন উপাদান দেখে ১৬ হাজার বছরেরও আগে মানুষ সেখানে যায় বলে একদল গবেষক দাবি করে আসছেন।
তবে এ নিয়ে বরাবরই সন্দেহ পোষণ করে আসছেন বেশ কয়েকজন গবেষক। সম্প্রতি বিজ্ঞানীদের এক আবিষ্কার আগের গবেষকদের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২৩ হাজার ও ২১ হাজার বছর আগে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে মানুষের বেশ কয়েকটি পায়ের ছাপ আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। অন্য মহাদেশ থেকে ওই সময় উত্তর আমেরিকায় ব্যাপক হারে মানুষজন আসে, যেটি সম্পর্কে এখনো জানা যায়নি।
ড্রাগনম্যান
উত্তর-পূর্ব চীনের হারবিন শহরে একটি খুলি পাওয়া গেছে ১৯৩৩ সালে। তবে খুব সম্প্রতি এটি বিজ্ঞানীদের মনোযোগ আকর্ষণ করেছে।। যা সম্পূর্ণ নতুন প্রজাতির মানবের বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞানীদের এই দলটি দাবি করছে, মানব বিবর্তন প্রক্রিয়ায় নিয়ান্ডারথাল এবং হোমো ইরেকটাসের মতো এই প্রজাতির মানব আধুনিক মানুষের (হোমো সেপিয়েন্স) নিকটতম আত্মীয়।
এই মানব প্রজাতির নাম দেওয়া হয়েছে ‘ড্রাগন ম্যান’।
বিজ্ঞানীরা বলছেন, এই নমুনাটি এমন এক মানবগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে যারা অন্তত ১ লাখ ৪৬ হাজার বছর আগে পূর্ব এশিয়ায় বসবাস করত। তাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই প্রজাতির মানব নিয়ান্ডারথালের চেয়েও হোমো সেপিয়েন্সের অনেক বেশি ঘনিষ্ঠ।
গবেষকেরা বলছেন, এই নতুন প্রজাতির মানব হচ্ছে হোমো লোঙ্গি। এই লোঙ্গি শব্দটি এসেছে চীনা শব্দ ‘লং’ থেকে, যার অর্থ ড্রাগন।
চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস এবং শিজিয়াঝুয়াঙ প্রদেশে হেবেই জিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিজুন নি বলেন, ‘এই আবিষ্কারের মাধ্যমে আমরা বহু আগে হারিয়ে যাওয়া এক বংশধরকে আমরা খুঁজে পেয়েছি।’
শত শত বছর ধরে প্রত্নতাত্ত্বিকেরা গুহাগুলোতে প্রাচীন মানুষের দাঁত, হাড় ও হাতিয়ারের সন্ধান করছে।
নিয়ান্ডারথাল মস্তিষ্ক
প্রাগৈতিহাসিক মানবপ্রজাতির মস্তিষ্কের কোনো তথ্য জীবাশ্মে ভালোভাবে সুরক্ষিত থাকে না। যার ফলে আধুনিক মানুষের মস্তিষ্ক আমাদের দীর্ঘদিন আগে বিলুপ্ত পূর্বপুরুষ নিয়ান্ডারথালদের থেকে কীভাবে আলাদা তা জানা অসম্ভব।
তাদের মাথার খুলি দেখে বোঝা যায় যে, তাদের মস্তিষ্ক আমাদের চেয়ে বড় ছিল। তবে তাদের স্নায়ুর গঠন এবং বিকাশ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
তবে এই সমস্যার সমাধান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সান দিয়েগোর বিজ্ঞানীরা। তাঁরা জেনেটিক্যালি মডিফায়েড ব্রেইন টিস্যু তৈরি করেছেন যেটি নিয়ান্ডারথাল এবং অন্যান্য প্রাচীন হোমিনিনদের (আধুনিক মানুষের পূর্ব পুরুষ) জিন বহন করে। যদিও গবেষণাটি খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। গবেষকেরা এই গবেষণায় দেখেছেন, নিয়ান্ডারথালদের জিন বহনকারী মস্তিষ্কের অংশগুলো মস্তিষ্কের গঠনে কীভাবে উল্লেখযোগ্য পরিবর্তন আনে।
বিশ্বের প্রাচীনতম গল্প
চলতি বছরের জানুয়ারিতে মানুষের হাতে বানানো প্রাচীনতম ছবির গল্প আবিষ্কৃত হয়। পাথরের গায়ে ছবি এঁকে গল্প বলার চেষ্টা করা হয়েছে। এটি পাওয়া গেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে। এটিই প্রাচীনতম পোর্ট্রেট বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা বলছেন, এটি কমপক্ষে ৪৫ হাজার বছরের পুরোনো। ওই পাথরের গায়ে তিনটি শূকরের ছবি আঁকা রয়েছে। শূকরগুলোর অবস্থান দেখে মনে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই সাথির মারামারি দেখছে একটি শূকর। বলা হচ্ছে, প্রাচীন মানুষেরা পাথরে এসব চিত্র এঁকেছে। এভাবে গল্প বলার চেষ্টা করেছেন তাঁরা।
প্রাচীন ফ্যাশন
চলতি বছর প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমাদের প্রস্তর যুগের পূর্বপুরুষেরা আসলে কী পরতেন এবং কীভাবে কাপড় তৈরি করতেন সে সম্পর্কে ধারণা দিয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, পশম, চামড়া এবং অন্যান্য জৈব পদার্থ সাধারণত সংরক্ষিত থাকে না। বিশেষ করে যেগুলো ১ লাখ বছর আগের, সেগুলোর ব্যাপারে ধারণা পাওয়া কঠিন হয়ে যায়। তবে গবেষকেরা বলছেন, ৬২টি হাড়ের তৈরি সরঞ্জাম পাওয়া গেছে মরক্কোর একটি গুহায়। এগুলো দিয়ে পশুর চামড়া ঘষে কাপড় তৈরি করতেন প্রাচীন যুগের মানুষ। ওই যন্ত্রগুলো ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার বছরের পুরোনো। একই ধরনের কৌশল আজও চামড়া প্রক্রিয়ার কাজে ব্যবহার করা হয়।
চলতি ২০২১ সালে মানুষের বিবর্তন ও প্রাগৈতিহাসিক মানবসভ্যতার নিদর্শন আবিষ্কারের নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে। দাঁত, হাড় এবং গুহার ধুলোতে সংরক্ষিত প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা হাজার হাজার বছরের পুরোনো এসব তথ্য বের করেছেন। আধুনিক মানুষের আগের নতুন প্রজাতির আবিষ্কার বিবর্তনের জানা ইতিহাস নতুন করে নির্মাণের তাগিদ তৈরি হয়েছে। প্রাগৈতিহাসিক যুগে মানুষের পূর্বপুরুষদের খাদ্য ও ফ্যাশন সম্পর্কে ইঙ্গিত মিলছে।
চলতি বছর আবিষ্কার হওয়া এমন কিছু নিদর্শন:
আমেরিকার প্রথম মানুষ
আমেরিকায় কবে নাগাদ প্রথম মানুষ পৌঁছেছিল, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। মহাদেশটিতে পাওয়া পাথরের বিভিন্ন উপাদান দেখে ১৬ হাজার বছরেরও আগে মানুষ সেখানে যায় বলে একদল গবেষক দাবি করে আসছেন।
তবে এ নিয়ে বরাবরই সন্দেহ পোষণ করে আসছেন বেশ কয়েকজন গবেষক। সম্প্রতি বিজ্ঞানীদের এক আবিষ্কার আগের গবেষকদের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২৩ হাজার ও ২১ হাজার বছর আগে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে মানুষের বেশ কয়েকটি পায়ের ছাপ আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। অন্য মহাদেশ থেকে ওই সময় উত্তর আমেরিকায় ব্যাপক হারে মানুষজন আসে, যেটি সম্পর্কে এখনো জানা যায়নি।
ড্রাগনম্যান
উত্তর-পূর্ব চীনের হারবিন শহরে একটি খুলি পাওয়া গেছে ১৯৩৩ সালে। তবে খুব সম্প্রতি এটি বিজ্ঞানীদের মনোযোগ আকর্ষণ করেছে।। যা সম্পূর্ণ নতুন প্রজাতির মানবের বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞানীদের এই দলটি দাবি করছে, মানব বিবর্তন প্রক্রিয়ায় নিয়ান্ডারথাল এবং হোমো ইরেকটাসের মতো এই প্রজাতির মানব আধুনিক মানুষের (হোমো সেপিয়েন্স) নিকটতম আত্মীয়।
এই মানব প্রজাতির নাম দেওয়া হয়েছে ‘ড্রাগন ম্যান’।
বিজ্ঞানীরা বলছেন, এই নমুনাটি এমন এক মানবগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে যারা অন্তত ১ লাখ ৪৬ হাজার বছর আগে পূর্ব এশিয়ায় বসবাস করত। তাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই প্রজাতির মানব নিয়ান্ডারথালের চেয়েও হোমো সেপিয়েন্সের অনেক বেশি ঘনিষ্ঠ।
গবেষকেরা বলছেন, এই নতুন প্রজাতির মানব হচ্ছে হোমো লোঙ্গি। এই লোঙ্গি শব্দটি এসেছে চীনা শব্দ ‘লং’ থেকে, যার অর্থ ড্রাগন।
চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস এবং শিজিয়াঝুয়াঙ প্রদেশে হেবেই জিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিজুন নি বলেন, ‘এই আবিষ্কারের মাধ্যমে আমরা বহু আগে হারিয়ে যাওয়া এক বংশধরকে আমরা খুঁজে পেয়েছি।’
শত শত বছর ধরে প্রত্নতাত্ত্বিকেরা গুহাগুলোতে প্রাচীন মানুষের দাঁত, হাড় ও হাতিয়ারের সন্ধান করছে।
নিয়ান্ডারথাল মস্তিষ্ক
প্রাগৈতিহাসিক মানবপ্রজাতির মস্তিষ্কের কোনো তথ্য জীবাশ্মে ভালোভাবে সুরক্ষিত থাকে না। যার ফলে আধুনিক মানুষের মস্তিষ্ক আমাদের দীর্ঘদিন আগে বিলুপ্ত পূর্বপুরুষ নিয়ান্ডারথালদের থেকে কীভাবে আলাদা তা জানা অসম্ভব।
তাদের মাথার খুলি দেখে বোঝা যায় যে, তাদের মস্তিষ্ক আমাদের চেয়ে বড় ছিল। তবে তাদের স্নায়ুর গঠন এবং বিকাশ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
তবে এই সমস্যার সমাধান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সান দিয়েগোর বিজ্ঞানীরা। তাঁরা জেনেটিক্যালি মডিফায়েড ব্রেইন টিস্যু তৈরি করেছেন যেটি নিয়ান্ডারথাল এবং অন্যান্য প্রাচীন হোমিনিনদের (আধুনিক মানুষের পূর্ব পুরুষ) জিন বহন করে। যদিও গবেষণাটি খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। গবেষকেরা এই গবেষণায় দেখেছেন, নিয়ান্ডারথালদের জিন বহনকারী মস্তিষ্কের অংশগুলো মস্তিষ্কের গঠনে কীভাবে উল্লেখযোগ্য পরিবর্তন আনে।
বিশ্বের প্রাচীনতম গল্প
চলতি বছরের জানুয়ারিতে মানুষের হাতে বানানো প্রাচীনতম ছবির গল্প আবিষ্কৃত হয়। পাথরের গায়ে ছবি এঁকে গল্প বলার চেষ্টা করা হয়েছে। এটি পাওয়া গেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে। এটিই প্রাচীনতম পোর্ট্রেট বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা বলছেন, এটি কমপক্ষে ৪৫ হাজার বছরের পুরোনো। ওই পাথরের গায়ে তিনটি শূকরের ছবি আঁকা রয়েছে। শূকরগুলোর অবস্থান দেখে মনে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই সাথির মারামারি দেখছে একটি শূকর। বলা হচ্ছে, প্রাচীন মানুষেরা পাথরে এসব চিত্র এঁকেছে। এভাবে গল্প বলার চেষ্টা করেছেন তাঁরা।
প্রাচীন ফ্যাশন
চলতি বছর প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমাদের প্রস্তর যুগের পূর্বপুরুষেরা আসলে কী পরতেন এবং কীভাবে কাপড় তৈরি করতেন সে সম্পর্কে ধারণা দিয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, পশম, চামড়া এবং অন্যান্য জৈব পদার্থ সাধারণত সংরক্ষিত থাকে না। বিশেষ করে যেগুলো ১ লাখ বছর আগের, সেগুলোর ব্যাপারে ধারণা পাওয়া কঠিন হয়ে যায়। তবে গবেষকেরা বলছেন, ৬২টি হাড়ের তৈরি সরঞ্জাম পাওয়া গেছে মরক্কোর একটি গুহায়। এগুলো দিয়ে পশুর চামড়া ঘষে কাপড় তৈরি করতেন প্রাচীন যুগের মানুষ। ওই যন্ত্রগুলো ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার বছরের পুরোনো। একই ধরনের কৌশল আজও চামড়া প্রক্রিয়ার কাজে ব্যবহার করা হয়।
মহাকাশে নতুন দুই স্যাটেলাইট পাঠালো নাসা। স্যাটেলাটি দুটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সূর্য থেকে আসা তড়িৎ-আধানযুক্ত সৌর বাতাসের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করবে। এই প্রক্রিয়ার ফলেই তৈরি হয় ‘স্পেস ওয়েদার’ বা মহাকাশ আবহাওয়া, যা কখনো কখনো স্যাটেলাইট, বিদ্যুৎ গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ হত
৫ ঘণ্টা আগেশতাব্দীর পর শতাব্দী ধরে সস্তা ধাতু থেকে সোনা তৈরির চেষ্টা করেছেন বহু মানুষ। মধ্যযুগীয় ইউরোপে ধন-সম্পদ ও মর্যাদার আশায় বহু মানুষ সোনা উৎপাদনের স্বপ্নে বিভোর ছিলেন। ‘ক্রাইসোপোইয়া’ নামে পরিচিত এই প্রক্রিয়াকে আজকাল অনেকেই নিছক অলৌকিক কল্পনা মনে করেন। তবে আধুনিক বিজ্ঞান বলে ভিন্ন কথা।
১ দিন আগেপ্রথমবারের মতো কোনো নক্ষত্রকে ঘিরে নতুন সৌরজগতের জন্ম হতে দেখেছেন বিশ্বের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানীরা। এটি গ্রহ সৃষ্টি প্রক্রিয়ার এতটাই প্রাথমিক স্তর যে, আগে কখনো এমন দৃশ্যমান হয়নি বলে জানিয়েছেন গবেষকরা।
২ দিন আগেযুক্তরাজ্যের চিকিৎসকেরা এক যুগান্তকারী পদ্ধতি ব্যবহার করে আট সুস্থ শিশুর জন্ম দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই পদ্ধতিতে তিন ব্যক্তির ডিএনএ সমন্বয় করে আইভিএফ (ইনভিট্রো ফার্টিলাইজেশন) ভ্রূণ তৈরি করা হয়। এর উদ্দেশ্য ছিল, যাতে শিশুরা দুরারোগ্য জিনগত ব্যাধি উত্তরাধিকারসূত্রে পাওয়া থেকে রক্ষা পায়।
৭ দিন আগে