Ajker Patrika

আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২৪, ২০: ৪১
আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ দাবি করে যে, তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না। এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। 

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কারাবন্দী দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদল এই সমাবেশের আয়োজন করে। 

সমাবেশে দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে বিচারব্যবস্থা। বিচারব্যবস্থাকে দলীয়করণের মধ্য দিয়ে এই সরকার টিকেই আছে শুধু মিথ্যা মামলা করে। আদালতকে তারা ব্যবহার করতে চায় তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে। এভাবেই তারা টিকে থাকতে চায়। 

এ সময় সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, নির্যাতন করে, দমন করে, গুম করে, খুন করে, বিনা বিচারে হত্যা করে কখনই গণতন্ত্রের আন্দোলন, স্বাধিকার এবং মুক্তির আন্দোলনকে স্তিমিত করা যাবে না। অতীতেও যায়নি, এখনো যাবে না। নমরুদ, ফেরাউন, হিটলার কেউ টিকে থাকতে পারে নাই এমন অত্যাচার করে। টিকে থাকতে পারে নাই এরশাদ, আইয়ুব খানও। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ দেশের সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তারা (সরকার) বড়াই করে যে, তারা উন্নয়ন করছে। সাধারণ মানুষের কী অবস্থা! সাধারণ মানুষ বাজারে গেলে কিছু কিনতে পারে না। প্রতিদিনই প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এক বেলা খায়, আর দুবেলা খেতে পারে না। মধ্যবিত্ত যারা, তারাও তাদের খাবার মেন্যু বদল করেছে। 

এ অবস্থায় চলমান আন্দোলনকে বেগবান করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আর বিলম্ব নয়। নিজেদের শক্তিশালী করতে হবে। ডাক এসেছে দেশমাতৃকার কাছ থেকে। কে আছো জোয়ান, হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। সেই জোয়ানদের কাছেই আজকে দেশের ভবিষ্যৎ। আপনাদেরই এই দেশকে মুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। 

যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত