Ajker Patrika

মহীউদ্দীন খানের ‘একক সিদ্ধান্ত’ প্রত্যাখ্যান করল উপজেলা আওয়ামী লীগ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২০: ০৮
মহীউদ্দীন খানের ‘একক সিদ্ধান্ত’ প্রত্যাখ্যান করল উপজেলা আওয়ামী লীগ

চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের অধীনে পৌর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে তুঘলকি কাণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন সোহাগ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা জানিয়েছেন, আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় নির্দেশনায় ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের পরামর্শ মোতাবেক ১২ সেপ্টেম্বর কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু নির্ধারিত তারিখের দুই দিন আগে হঠাৎ চাঁদপুর-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর দলের গঠনতন্ত্র ও দলীয় নির্দেশনা লঙ্ঘন করে কচুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে পাশকাটিয়ে গত ১০ সেপ্টেম্বর একটি পকেট কমিটি ঘোষণা করেন। যা তিনি একক সিদ্ধান্তে করেছেন। 

উপজেলা আওয়ামী লীগ এই ঘটনাকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ও বেআইনি হিসেবে ঘোষণা করো স্থানীয় সংসদ সদস্যের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কচুয়া পৌর কমিটির অনুমোদনকারী কর্তৃপক্ষ হচ্ছে উপজেলা কমিটি। উপজেলা কমিটির অনুমোদন কিংবা পরামর্শ ছাড়াই স্থানীয় সংসদ সদস্য পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। 

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি শুধু বেআইনিই নয়, এটি একটি তুঘলকি কাণ্ড। এই ঘটনার ফলে কচুয়া উপজেলায় সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 

১০ সেপ্টেম্বর মহীউদ্দীন খান আলমগীরের পকেট কমিটি ঘোষণা দলীয় গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন (১২ সেপ্টেম্বর) স্থগিত করা হয়েছে। কয়েক দিনের মধ্যে কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনের নতুন তারিখ সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাজ চলমান। অচিরেই এই সম্মেলনের তারিখ সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত