নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপিকে কোনো প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মনে করেন না যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল। আজ বৃহস্পতিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর প্রায় ৪০ মিনিট পর সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
বিএনপির অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেই প্রশ্নের জবাবে নিখিল বলেন, ‘আপনারা কাকে প্রতিপক্ষ বলছেন জানি না। বিএনপিকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না। তারা একটি বিচ্ছিন্ন দল।’
যুবলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তাদের (বিএনপি) জন্ম হয়েছে মানুষ খুনের মধ্য দিয়ে। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকাকালে কী তাণ্ডব চালিয়েছে, সেটা জাতি দেখেছে। তাদের জন্ম হয়েছে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে।’ তিনি আরও বলেন, ‘বিএনপিকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না। তারা একটি জঙ্গি সংগঠন।’ প্রথমবার সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন তিনি।
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে এবং পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের কার্যালয়, অন্যটি সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়।
এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
বিএনপিকে কোনো প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মনে করেন না যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল। আজ বৃহস্পতিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর প্রায় ৪০ মিনিট পর সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
বিএনপির অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেই প্রশ্নের জবাবে নিখিল বলেন, ‘আপনারা কাকে প্রতিপক্ষ বলছেন জানি না। বিএনপিকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না। তারা একটি বিচ্ছিন্ন দল।’
যুবলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তাদের (বিএনপি) জন্ম হয়েছে মানুষ খুনের মধ্য দিয়ে। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকাকালে কী তাণ্ডব চালিয়েছে, সেটা জাতি দেখেছে। তাদের জন্ম হয়েছে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে।’ তিনি আরও বলেন, ‘বিএনপিকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না। তারা একটি জঙ্গি সংগঠন।’ প্রথমবার সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন তিনি।
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে এবং পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের কার্যালয়, অন্যটি সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়।
এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
নির্বাচন বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে। তবে যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব।
২ ঘণ্টা আগেসংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব করেছে দলটি। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
৭ ঘণ্টা আগেকয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেমনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
১ দিন আগে