Ajker Patrika

বিএনপিকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না: নিখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১২: ৪২
বিএনপিকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না: নিখিল

বিএনপিকে কোনো প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মনে করেন না যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল। আজ বৃহস্পতিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। 

সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর প্রায় ৪০ মিনিট পর সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। 

বিএনপির অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেই প্রশ্নের জবাবে নিখিল বলেন, ‘আপনারা কাকে প্রতিপক্ষ বলছেন জানি না। বিএনপিকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না। তারা একটি বিচ্ছিন্ন দল।’ 
 
যুবলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তাদের (বিএনপি) জন্ম হয়েছে মানুষ খুনের মধ্য দিয়ে। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকাকালে কী তাণ্ডব চালিয়েছে, সেটা জাতি দেখেছে। তাদের জন্ম হয়েছে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে।’ তিনি আরও বলেন, ‘বিএনপিকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না। তারা একটি জঙ্গি সংগঠন।’ প্রথমবার সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন তিনি। 

ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে এবং পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের কার্যালয়, অন্যটি সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়। 

এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে। 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত