Ajker Patrika

দেশের মানুষ বিএনপির অহংকার চূর্ণবিচূর্ণ করে দিয়েছেন: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৪: ৪৩
দেশের মানুষ বিএনপির অহংকার চূর্ণবিচূর্ণ করে দিয়েছেন: কাদের

১০ ডিসেম্বরের পর তিনি (খালেদা) নাকি দেশ চালাবেন। কোথায় গেল এত অহংকার? দেশের মানুষ বিএনপির অহংকার চূর্ণবিচূর্ণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ বৃহস্পতিবার এ কথা বলেন ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান অতিথি হিসেব উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছি। দেওয়া হবে। এই রূপরেখা আপনারা তৈরি করবেন? যাদের হাতে বঙ্গবন্ধু হত্যার রক্তের দাগ, নেত্রীকে হত্যার চেষ্টা করেছে, আমাদের নেতা-কর্মীদের হত্যা করেছে, তারা করবে রাষ্ট্র মেরামত? যারা বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তি দিয়েছিল, তারা করবে রাষ্ট্র মেরামত?’

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘১০ ডিসেম্বর তিনি (খালেদা জিয়া) নাকি দেশ চালাবেন। কোথায় গেল এত অহংকার? দেশের মানুষ চূর্ণবিচূর্ণ করে দিয়েছেন। আল্লাহ যাকে রাখে তোমরা কী করবে? শেখ হাসিনা ভাগ্যবতী। তাঁর জীবন সব সময় ঝুঁকির মুখে। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।’

যুব মহিলা লীগ রাজপথের সাহসী তারুণ্যে প্রদীপ্ত শিখা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বৈশাখী ঝড়ের নাম যুব মহিলা লীগ। দেশের রাজনীতিতে বিস্ময়কর আবিষ্কার শেখ হাসিনার। রাজপথে পুলিশের নির্যাতন, কারাবরণ যুব মহিলা লীগের ইতিহাস।’

যুব মহিলা লীগের নেত্রীদের উদ্দেশ্য করে কাদের বলেন, ‘প্রস্তুত হয়ে যান। আবার সংঘাত, আন্দোলন শুরু হয়েছে। সেটা মোকাবিলা করতে হবে।’

যুবলীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপু উকিলের সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত