Ajker Patrika

২৪ ডিসেম্বর গণমিছিল করবে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ২৩: ০৮
Thumbnail image

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি। একই দিন আওয়ামী লীগের সম্মেলন থাকায় ওই দিন কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য সেলিমা রহমান।

সেলিমা রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচির তারিখ পরিবর্তন হয়েছে। কিন্তু কর্মসূচির পরবর্তী তারিখ কবে সেটা এখনও জানি না।’

দলটির সূত্র বলছে, সংঘাত এড়াতে বিএনপি ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ঘোষিত এই কর্মসূচি ২৪ ডিসেম্বরের আগে বা পরে করার সিদ্ধান্ত নিয়েছেন দলের নীতি নির্ধারকেরা। স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা (বিএনপি) ? সেদিন কেন তাদের কর্মসূচি—আমি জানতে চাই। প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না।’ 

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে ১০ দফার ঘোষণা দিয়ে ২৪ ডিসেম্বর দেশের মহানগর ও জেলায় গণমিছিলের কর্মসিচি ঘোষণা করা হয়। একই দিনে জামায়াতসহ আরও কয়েকটি সংগঠন ওই কর্মসুচি পালনের ঘোষণা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত