নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহাবুবুল আলমকে জেরা অব্যাহত রয়েছে। আজ সোমবার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর অস্থায়ী এজলাসে দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়।
এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম মামলার বাদীকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন। কিন্তু খালেদার পক্ষে জেরা শেষ না হওয়ায় বিচারক শেখ হাফিজুর রহমান ১৯ অক্টোবর পুনরায় জেরার দিন ধার্য করেন।
এর আগে মামলার বাদীর জবানবন্দি গ্রহণ শেষ হয় গত ১৭ সেপ্টেম্বর। ওই দিন দুজন আসামির পক্ষে জেরা করা হয়। গত ১০ অক্টোবর খালেদা জিয়ার পক্ষে বাদীকে জেরা করা শুরু করেন তাঁর আইনজীবী। গত ২৩ মে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এই মামলায় অন্য যাঁরা আসামি তাঁরা হলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
এদের মধ্যে খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী হাজিরা দেন। আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যান্যরা আদালতে উপস্থিত ছিলেন।
সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, এ কে এম মোশারফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মৃত্যুবরণ করায় ইতিপূর্বেই তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহাবুবুল আলমকে জেরা অব্যাহত রয়েছে। আজ সোমবার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর অস্থায়ী এজলাসে দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়।
এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম মামলার বাদীকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন। কিন্তু খালেদার পক্ষে জেরা শেষ না হওয়ায় বিচারক শেখ হাফিজুর রহমান ১৯ অক্টোবর পুনরায় জেরার দিন ধার্য করেন।
এর আগে মামলার বাদীর জবানবন্দি গ্রহণ শেষ হয় গত ১৭ সেপ্টেম্বর। ওই দিন দুজন আসামির পক্ষে জেরা করা হয়। গত ১০ অক্টোবর খালেদা জিয়ার পক্ষে বাদীকে জেরা করা শুরু করেন তাঁর আইনজীবী। গত ২৩ মে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এই মামলায় অন্য যাঁরা আসামি তাঁরা হলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
এদের মধ্যে খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী হাজিরা দেন। আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যান্যরা আদালতে উপস্থিত ছিলেন।
সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, এ কে এম মোশারফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মৃত্যুবরণ করায় ইতিপূর্বেই তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি, বাস্তবায়ন প্রক্রিয়া চায় জামায়াত বলে জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘এখন প্রশ্ন হচ্ছে, এই সনদকে আইনি মর্যাদা কীভাবে দেওয়া যাবে। আমাদের মতে, যেভাবে অতীতে পঞ্চম ও সপ্তম সংশোধনীর মাধ্যমে গণভোট ও প্রোক্লেমেশন র্যাটিফাই
৩৫ মিনিট আগেজাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যুক্তি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টার স্বাক্ষরসহ, সংস্কার কমিশনের সব চেয়ারম্যান, ঐকমত্য কমিশনের সব সদস্য, জাতীয় নেতারা ও সব দলের প্রতিনিধির স্বাক্ষরসহ একটি সনদ তৈরি হবে—তা ওয়েবসাইটে প্রকাশিত হবে, পত্রিকায়
২ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষার্থীরা সন্তানের চেয়ে বড়, তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরী।
৩ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ হয়তো জড়িত ছিল না। কারণ, তাঁরা কোনো সরকারি চাকরি আশা করেননি। তাহলে প্রশ্ন আসে, পোশাক কারখানার শ্রমিক, রিকশার চালক, দিনমজুর, ভ্যানচালক, অটোরিকশাচালক, ট্রাকচালক, হেলপার, দোকানের
৩ ঘণ্টা আগে