Ajker Patrika

‘এই সরকারের অধীনে নির্বাচনে যেতে মানা করেছেন খালেদা জিয়া’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৪৭
‘এই সরকারের অধীনে নির্বাচনে যেতে মানা করেছেন খালেদা জিয়া’ 

বর্তমান সরকারের অধীনে কোনো অবস্থাতেই নির্বাচনে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে চলমান সরকার পতনের আন্দোলনকে জোরালো করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের এ কথা জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। ৯ আগস্ট থেকে এই হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কোনো অবস্থাতেই এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, এটা উনি দৃঢ়ভাবে বলেছেন। আমরা যে আন্দোলন করছি সেটা বলেছি। সামনের মাস থেকে আন্দোলন জোরালো করব, সেটাও বলেছি। আন্দোলনের প্রতি তাঁর সমর্থন আছে।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এর কোনো বিকল্প নাই। চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন, বিদেশে নিয়ে গিয়ে তাঁর লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। তাঁর বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের কাছে আমরা জোর আহ্বান জানাচ্ছি।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘দেশকে বাঁচাতে আন্দোলন করতে হবে। সবাই মিলে এই আন্দোলন করতে হবে, বিএনপি চেয়ারপারসন এটা বলেছেন।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি খালেদা জিয়াকে জানানো হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করতে হবে এবং দেশটাকে বাঁচাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত