Ajker Patrika

ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের কার্যক্রম স্থগিত

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৫: ২২
ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের কার্যক্রম স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক রেজোয়ান হক মুক্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি ছাত্র ইউনিয়নের সদস্য আকিফ আহমেদ কর্তৃক ধর্ষণের ঘটনায় যথাযথ পদক্ষেপ না নেওয়ায় বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংগঠনের একজন সদস্য কর্তৃক ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ব্যর্থতা, অপরিণামদর্শিতা, একই সংসদ কর্তৃক ভিকটিমের প্রতি ঘটা অপরাধের অভিযোগে বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ ছাড়া সভায় কিছু মূল্যায়ন উত্থাপন ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত