নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে ‘নাটক’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই সংলাপকে ‘প্রতারণা’ হিসেবে মন্তব্য করে তিনি বলেন, ‘আবার নাটক শুরু হয়েছে, ড্রামা শুরু হয়েছে। এই নাটক আমরা গতবার দেখেছি। তার আগেও দেখেছি।’
গত রোববার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘বিজয়ের ৫০ বছর-প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।
আজ সোমবার থেকে সংলাপ শুরু হচ্ছে। সংলাপের প্রথম দিনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)। সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাব করবে দলটি। পর্যায়ক্রমে সব দলের সঙ্গে রাষ্ট্রপতির বসার কথা রয়েছে।
রাষ্ট্রপতির এই সংলাপে বসার বিষয়ে বিএনপির অনাগ্রহের কথা জানিয়ে আমীর খসরু বলেন, ‘তাদের (সরকার) সঙ্গে আলোচনার সুযোগ নাই। তাদের অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নাই। একটাই পথ, সেটা হল আন্দোলন। জাতি সেই পথেই চলছে।’
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যে প্রতারণা তারা (সরকার) শুরু করেছে, তারা যদি মনে করে এই প্রতারণায় বাংলাদেশের মানুষকে বোকা বানাবে, এটা একটা ভুল ধারণা। এইবার এই নাটকের শেষ চাই আমরা।’
রোববার অনুষ্ঠিত বিএনপির বিজয় শোভাযাত্রার উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘মানুষ জেগে উঠেছে। আজকে বিএনপির যে র্যালি ছিল, দেড় ঘণ্টা লেগেছে এই র্যালি শেষ হতে। অনেকটা বাধ্যতামূলক অংশগ্রহণের ব্যবস্থা করেও আজকে বিএনপির র্যালিতে যত লোক হয়েছে, তার দশ ভাগের একভাগ লোকও আওয়ামী লীগ তাদের শোভাযাত্রায় জোগাড় করতে পারেনি। মানুষ সিদ্ধান্ত নিয়েছে। মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আজ শপথ নিতে হবে।’
প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, শপথ কোন দলের হতে পারে না। কোন নিজস্ব ভাবনার কোন শপথ হতে পারে না। কোন নিজস্ব চিন্তার শপথ হতে পারে না। এটা সাংবিধানিক ইস্যু। শপথটা কেমন হবে, সেটাও সংবিধানে বলা হয়েছে। এর বাইরে গিয়ে কোনো শপথ করানোর কারও কোন সুযোগ নাই। আজকে আমরা এমন জায়গায় গিয়েছি যে, দেশকে একটি দলীয় শপথ নিতে হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন আমির খসরু। তিনি বলেন, ‘সারা দেশের মানুষ এবং বিশ্ববাসী আজকে একটি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে। সবার সামনে একটি হত্যাকাণ্ড হতে যাচ্ছে। কিন্তু তাদের ক্ষমতায় থাকতে গেলে এটাও বোধ হয় তাদের প্রয়োজন।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে ‘নাটক’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই সংলাপকে ‘প্রতারণা’ হিসেবে মন্তব্য করে তিনি বলেন, ‘আবার নাটক শুরু হয়েছে, ড্রামা শুরু হয়েছে। এই নাটক আমরা গতবার দেখেছি। তার আগেও দেখেছি।’
গত রোববার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘বিজয়ের ৫০ বছর-প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।
আজ সোমবার থেকে সংলাপ শুরু হচ্ছে। সংলাপের প্রথম দিনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)। সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাব করবে দলটি। পর্যায়ক্রমে সব দলের সঙ্গে রাষ্ট্রপতির বসার কথা রয়েছে।
রাষ্ট্রপতির এই সংলাপে বসার বিষয়ে বিএনপির অনাগ্রহের কথা জানিয়ে আমীর খসরু বলেন, ‘তাদের (সরকার) সঙ্গে আলোচনার সুযোগ নাই। তাদের অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নাই। একটাই পথ, সেটা হল আন্দোলন। জাতি সেই পথেই চলছে।’
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যে প্রতারণা তারা (সরকার) শুরু করেছে, তারা যদি মনে করে এই প্রতারণায় বাংলাদেশের মানুষকে বোকা বানাবে, এটা একটা ভুল ধারণা। এইবার এই নাটকের শেষ চাই আমরা।’
রোববার অনুষ্ঠিত বিএনপির বিজয় শোভাযাত্রার উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘মানুষ জেগে উঠেছে। আজকে বিএনপির যে র্যালি ছিল, দেড় ঘণ্টা লেগেছে এই র্যালি শেষ হতে। অনেকটা বাধ্যতামূলক অংশগ্রহণের ব্যবস্থা করেও আজকে বিএনপির র্যালিতে যত লোক হয়েছে, তার দশ ভাগের একভাগ লোকও আওয়ামী লীগ তাদের শোভাযাত্রায় জোগাড় করতে পারেনি। মানুষ সিদ্ধান্ত নিয়েছে। মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আজ শপথ নিতে হবে।’
প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, শপথ কোন দলের হতে পারে না। কোন নিজস্ব ভাবনার কোন শপথ হতে পারে না। কোন নিজস্ব চিন্তার শপথ হতে পারে না। এটা সাংবিধানিক ইস্যু। শপথটা কেমন হবে, সেটাও সংবিধানে বলা হয়েছে। এর বাইরে গিয়ে কোনো শপথ করানোর কারও কোন সুযোগ নাই। আজকে আমরা এমন জায়গায় গিয়েছি যে, দেশকে একটি দলীয় শপথ নিতে হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন আমির খসরু। তিনি বলেন, ‘সারা দেশের মানুষ এবং বিশ্ববাসী আজকে একটি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে। সবার সামনে একটি হত্যাকাণ্ড হতে যাচ্ছে। কিন্তু তাদের ক্ষমতায় থাকতে গেলে এটাও বোধ হয় তাদের প্রয়োজন।’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য
৬ ঘণ্টা আগে‘ফ্যাসিবাদ পতন’-এর বর্ষপূর্তিতে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৪ দফার এই ইশতেহারে দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের আহ্বান জানিয়ে আগামী দিনের রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগেআজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করেছে সংগঠনটি।
৮ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক এবং জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। তিনি আরও বলেন, এই সনদের সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে।
১০ ঘণ্টা আগে