Ajker Patrika

রাষ্ট্রপতির সংলাপকে ‘নাটক’ আখ্যা দিলেন আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রপতির সংলাপকে ‘নাটক’ আখ্যা দিলেন আমীর খসরু

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে ‘নাটক’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই সংলাপকে ‘প্রতারণা’ হিসেবে মন্তব্য করে তিনি বলেন, ‘আবার নাটক শুরু হয়েছে, ড্রামা শুরু হয়েছে। এই নাটক আমরা গতবার দেখেছি। তার আগেও দেখেছি।’

গত রোববার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘বিজয়ের ৫০ বছর-প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। 

আজ সোমবার থেকে সংলাপ শুরু হচ্ছে। সংলাপের প্রথম দিনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)। সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাব করবে দলটি। পর্যায়ক্রমে সব দলের সঙ্গে রাষ্ট্রপতির বসার কথা রয়েছে। 

রাষ্ট্রপতির এই সংলাপে বসার বিষয়ে বিএনপির অনাগ্রহের কথা জানিয়ে আমীর খসরু বলেন, ‘তাদের (সরকার) সঙ্গে আলোচনার সুযোগ নাই। তাদের অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নাই। একটাই পথ, সেটা হল আন্দোলন। জাতি সেই পথেই চলছে।’

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যে প্রতারণা তারা (সরকার) শুরু করেছে, তারা যদি মনে করে এই প্রতারণায় বাংলাদেশের মানুষকে বোকা বানাবে, এটা একটা ভুল ধারণা। এইবার এই নাটকের শেষ চাই আমরা।’

রোববার অনুষ্ঠিত বিএনপির বিজয় শোভাযাত্রার উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘মানুষ জেগে উঠেছে। আজকে বিএনপির যে র‍্যালি ছিল, দেড় ঘণ্টা লেগেছে এই র‍্যালি শেষ হতে। অনেকটা বাধ্যতামূলক অংশগ্রহণের ব্যবস্থা করেও আজকে বিএনপির র‍্যালিতে যত লোক হয়েছে, তার দশ ভাগের একভাগ লোকও আওয়ামী লীগ তাদের শোভাযাত্রায় জোগাড় করতে পারেনি। মানুষ সিদ্ধান্ত নিয়েছে। মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আজ শপথ নিতে হবে।’ 

প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, শপথ কোন দলের হতে পারে না। কোন নিজস্ব ভাবনার কোন শপথ হতে পারে না। কোন নিজস্ব চিন্তার শপথ হতে পারে না। এটা সাংবিধানিক ইস্যু। শপথটা কেমন হবে, সেটাও সংবিধানে বলা হয়েছে। এর বাইরে গিয়ে কোনো শপথ করানোর কারও কোন সুযোগ নাই। আজকে আমরা এমন জায়গায় গিয়েছি যে, দেশকে একটি দলীয় শপথ নিতে হচ্ছে। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন আমির খসরু। তিনি বলেন, ‘সারা দেশের মানুষ এবং বিশ্ববাসী আজকে একটি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে। সবার সামনে একটি হত্যাকাণ্ড হতে যাচ্ছে। কিন্তু তাদের ক্ষমতায় থাকতে গেলে এটাও বোধ হয় তাদের প্রয়োজন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত