Ajker Patrika

বিরোধী দলের জীবন হরণের কর্মসূচিতে লিপ্ত রয়েছে সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫: ৪৫
বিরোধী দলের জীবন হরণের কর্মসূচিতে লিপ্ত রয়েছে সরকার: মির্জা ফখরুল

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি, অসত্য বক্তব্য এবং বিরোধী দলের জীবন হরণের কর্মসূচিতে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

বিবৃতিতে বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলা ও গুলির ঘটনায় কর্মীর মৃত্যুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে দেশব্যাপী জেলায় জেলায় বিএনপির কেন্দ্র ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ভোলায় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বেপরোয়া হামলা চালায়। পুলিশের গুলিতে ভোলা জেলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম নিহত ও বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রদল নেতা আলামিন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি ঝালকাঠিসহ দেশের আরও কয়েকটি স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ঘৃণ্য হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ডসহ নেতা-কর্মীদের আহত করেছে।

বিবৃতিতে আব্দুর রহিমের হত্যাকারী ও নেতা-কর্মীদের আহতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার এখন নিজেদের পতন আঁচ করতে পেরেই মরণ কামড় দিতে শুরু করেছে। সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি, অসত্য বক্তব্য এবং বিরোধী দলের জীবন হরণের কর্মসূচিতে লিপ্ত রয়েছে। একদিকে সরকার সভা-সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা ও আহত করছে, অন্যদিকে নিজেদের গণতন্ত্রী বলে দাবি করছে। সরকারের এই দ্বিচারিতা জনগণের কাছে সুস্পষ্ট।’

বর্তমান সরকারকে জনগণের ‘দুশমন’ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এসব ঘটনা সরকারের অমানবিক দুঃশাসনেরই বহিঃপ্রকাশ। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আগামী জাতীয় নির্বাচনে অবৈধ আওয়ামী লীগ সরকার কতটা হিংস্র হবে, তার মহড়া এখন থেকে শুরু করেছে।’

এই অবস্থায় দেশকে মুক্ত করতে দলমত-নির্বিশেষে সরকার পতনের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আওয়ামী স্বৈরাচারের কবল থেকে দেশকে এখনই মুক্ত করতে না পারলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের জানমাল চরম হুমকির মুখে পড়বে। তাই বর্তমান ভয়াবহ অপশাসনের রোষানল থেকে দেশকে মুক্ত করতে দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে এসে গণবিরোধী সরকারের পতন ঘটাতে হবে। তা না হলে রাষ্ট্র ও জনসমাজ থেকে ভয়-শঙ্কা তথা নৈরাজ্য অপসারিত হবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত