নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের নামাজ আদায় করেছেন বিক্ষোভকারী। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে দেখা যায়, বিক্ষোভকারীরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। কেউ জায়নামাজ, কেউ বাংলাদেশের পতাকা, কেউ রুমাল বিছিয়ে রাস্তায় বসে পড়েছেন। জুমার নামাজের খুতবা পড়া হয়। জুমার নামাজ শুরু হয় দুপুর ১টা ১০ মিনিটে। জুমার নামাজের ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ।
বিক্ষোভকারীদের একটি অংশকে আশপাশের বিভিন্ন মসজিদেও যেতে দেখা যায়।
এর আগে বেলা ১২টা ২০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মিন্টো রোডের মুখে ফোয়ারার মোড়ে তৈরি করা মঞ্চেই নামাজ আদায়ের ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কিন্তু অতিরিক্ত গরমের কারণে নামাজের স্থান পরিবর্তন করে যমুনার সামনে করা হয়। বেলা সাড়ে ১২টার পর সেখানে যেতে থাকেন তাঁরা।
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা প্রাচীর তৈরি করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও এসপিবিএন সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পরে কিছু বিক্ষোভকারী দুপুর ১টার দিকে যমুনার সামনে যেতে চাইলে তাঁদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাদানুবাদ করতে দেখা যায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন।
রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের নামাজ আদায় করেছেন বিক্ষোভকারী। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে দেখা যায়, বিক্ষোভকারীরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। কেউ জায়নামাজ, কেউ বাংলাদেশের পতাকা, কেউ রুমাল বিছিয়ে রাস্তায় বসে পড়েছেন। জুমার নামাজের খুতবা পড়া হয়। জুমার নামাজ শুরু হয় দুপুর ১টা ১০ মিনিটে। জুমার নামাজের ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ।
বিক্ষোভকারীদের একটি অংশকে আশপাশের বিভিন্ন মসজিদেও যেতে দেখা যায়।
এর আগে বেলা ১২টা ২০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মিন্টো রোডের মুখে ফোয়ারার মোড়ে তৈরি করা মঞ্চেই নামাজ আদায়ের ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কিন্তু অতিরিক্ত গরমের কারণে নামাজের স্থান পরিবর্তন করে যমুনার সামনে করা হয়। বেলা সাড়ে ১২টার পর সেখানে যেতে থাকেন তাঁরা।
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা প্রাচীর তৈরি করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও এসপিবিএন সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পরে কিছু বিক্ষোভকারী দুপুর ১টার দিকে যমুনার সামনে যেতে চাইলে তাঁদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাদানুবাদ করতে দেখা যায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন।
রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।
ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এই সমাবেশের প্রথম পর্ব। অনুষ্ঠান উপস্থাপনা করছেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পীগোষ্ঠী এর পরিবেশনা পরিচালনা করছে।
২৫ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামী আজ, শনিবার (১৯ জুলাই) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তাদের ইতিহাসের প্রথম জাতীয় সমাবেশ করছে। এই সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ঐতিহাসিক আয়োজনের প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
৩ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন চেয়ে আবেদন করা নতুন ১৪৪টি দলের সবগুলোই প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে। নিবন্ধন পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, কোনো দলই তার শতভাগ পূরণ করতে পারেনি। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) রয়েছে এই তালিকায়। দলটি ২৫ উপজেলায় ২০০
১০ ঘণ্টা আগেআওয়ামী লীগ শাসনামলে অসহায় হতদরিদ্র মানুষের মৌলিক অধিকার নিয়ে যে দায়িত্ব পালন করার কথা ছিল, তা না করে তারা শোষণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান।
১৬ ঘণ্টা আগে