Ajker Patrika

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪১
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ রয়েছেন। বৈঠকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও রয়েছেন। বিএনপির প্রতিনিধিদলে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

গত নভেম্বরে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সঙ্গে তাদের প্রথম বৈঠক। আজ রোববার বেলা ৩টায় বিএনপির প্রতিনিধিদল নির্বাচন ভবনে প্রবেশ করে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। পরে তারা সাড়ে ৩টায় সভাকক্ষে আনুষ্ঠানিক বৈঠকে বসে।

বৈঠক শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতেই আমরা এখানে এসেছি। কমিশনের সংসদ নির্বাচন-সংক্রান্ত কাজকর্মের বিষয়াদি সম্পর্কে আমরা অবহিত হতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে লাশ ফ্রিজে রাখেন নজরুল: পুলিশ

৬ মাসের সংসার, ৭ দিনের চাকরি—মর্গে নিথর স্বামী-স্ত্রীর লাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত