Ajker Patrika

আবরার হত্যাকাণ্ড দেশের সামগ্রিক সংকটের প্রতিচ্ছবি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৫: ০২
আবরার হত্যাকাণ্ড দেশের সামগ্রিক সংকটের প্রতিচ্ছবি: মির্জা ফখরুল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরারের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা দেশের সামগ্রিক সংকটেরই প্রতিচ্ছবি। একই সঙ্গে দেশকে তাঁবেদার রাষ্ট্র বানাতে সুপরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আবরার হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকীতে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আধিপত্যের তাঁবেদারি করে এই সরকার পুতুল সরকারে পরিণত হয়েছে। গণতন্ত্রের মোড়ক লাগিয়ে তারা বাকশালি কায়দায় একটা তাঁবেদার রাষ্ট্র বানাতে চায়। তারা সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে একটা নতজানু রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। 

এই অবস্থায় দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই আন্দোলন-সংগ্রাম শুধু বিএনপির নয়। সংকটটা গোটা জাতির। সেই সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত