নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আগারগাঁওয়ে চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মোস্তাফিজুর রহমান রুমির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ দুপুরে এই দুই নেতাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ আগস্ট বিএনপির ৪৭ জন নেতা কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এদের মধ্যে ২৬ জন নেতা কর্মীর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আদালত অন্য ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া এ মামলায় গ্রেপ্তার ইমন ইব্রাহিম ও রবিউল ইসলাম কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রিমান্ড ফেরত ২৬ জনকেও পরে কারাগারে পাঠানো হয়।
গত ১৭ আগস্ট বেলা ১১টায় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে যান ঢাকা মহানগর বিএনপির নেতা কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে পুলিশ ও বিএনপির নেতা কর্মীরা আহত হন। এ ঘটনায় ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে ১৫৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
রাজধানীর আগারগাঁওয়ে চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মোস্তাফিজুর রহমান রুমির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ দুপুরে এই দুই নেতাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ আগস্ট বিএনপির ৪৭ জন নেতা কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এদের মধ্যে ২৬ জন নেতা কর্মীর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আদালত অন্য ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া এ মামলায় গ্রেপ্তার ইমন ইব্রাহিম ও রবিউল ইসলাম কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রিমান্ড ফেরত ২৬ জনকেও পরে কারাগারে পাঠানো হয়।
গত ১৭ আগস্ট বেলা ১১টায় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে যান ঢাকা মহানগর বিএনপির নেতা কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে পুলিশ ও বিএনপির নেতা কর্মীরা আহত হন। এ ঘটনায় ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে ১৫৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
বাংলাদেশ সফররত ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির দুই নেতা। আজ সোমবার বেলা সাড়ে তিনটায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১৭ মিনিট আগেগণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটানোর পর নতুন রাজনৈতিক দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী ও তরুণেরা। চলতি মাসের মাঝামাঝি এ দলের আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তাঁদের লক্ষ্য প্রাথমিকভাবে
১২ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চিঠিতে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবার ও দলের সমর্থকদের সঙ্গে আছেন বলে আশ্বস্ত করেন।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে দেশটির উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও যুক্তরাষ্ট
১ দিন আগে