Ajker Patrika

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতে দেওয়া হবে না: রিজভী

রাঙামাটি প্রতিনিধি 
রাঙামাটিতে ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা
রাঙামাটিতে ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর নানা ধরনের যে ষড়যন্ত্র, সেটা করতে দেওয়া হবে না। এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করবে এ দেশে কারা ক্ষমতায় আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে। শেখ হাসিনার মতো নানা যুক্তি খাঁড়া করে জনগণের অধিকার কেড়ে রাখার মতো করতে দেওয়া হবে না।’

আজ বুধবার দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। তিনি সেখানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়িতে তাঁর অসুস্থ মা ভূজোপুদি চাকমার খোঁজ নিতে যান।

রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় এ দেশের মানুষের খবর রাখছেন। এরই অংশ হিসেবে ঋতুপর্ণার পরিবারের পাশে রয়েছে তারেক তথা বিএনপি।

দেশের মানুষের ভোটাধিকার নিয়ে রিজভী বলেন, ‘মানুষের ভোটের অধিকার হরণ করে শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে। ভোটকেন্দ্রে ভোটার যেতে পারেনি। ভোটারের পরিবর্তে কেন্দ্রে কুকুর-বিড়াল ঘোরাফেরা করেছে। সে দিন শেষ হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এর মধ্যে দিয়ে গণতন্ত্রের পথ সুগম হয়েছে। সে পথ যেন কেউ আটকাতে না পারে, সে জন্য সজাগ থাকতে হবে।’

যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার, সেগুলো করে নির্বাচন দেওয়ার দাবি করেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, শুধু ঢাকায় প্রেসক্লাবে গিয়ে বড় বড় কথা বললে হবে না। প্রত্যন্ত এলাকার মানুষ কীভাবে আছে, সেটারও খোঁজ নিতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা উন্নয়ন উন্নয়ন বলে মুখে ফেনা তুলত, কিন্তু পাহাড়ে এলে বোঝা যায়, কী উন্নয়ন হয়েছে।

রিজভী এর আগে চট্টগ্রাম থেকে সড়কপথে মগাছড়িতে আসেন এবং ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তাঁর মায়ের শারীরিক খোঁজখবর নেন ও চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইমামতি না করেও জেলার শ্রেষ্ঠ ইমাম ওলামা দলের সাবেক নেতা, সমালোচনার ঝড়

বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত