Ajker Patrika

কাউকে ক্ষমতায় আনার রাজনীতি জাতীয় পার্টি করে না: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২২: ০৭
কাউকে ক্ষমতায় আনার রাজনীতি জাতীয় পার্টি করে না: জি এম কাদের

নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক অবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি মানুষের কল্যাণে রাজনীতি করেছে। ভবিষ্যতেও যারা দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করবে, জাতীয় পার্টি তাদেরই রাজনৈতিক সহযোগী হিসেবে গ্রহণ করবে। কারও কৃতদাস হওয়ার জন্য জাতীয় পার্টি রাজনীতি করছে না। কোনো দলের সঙ্গে বন্ধুত্ব হলে সমানে সমানে হবে। 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। 

জি এম কাদের বলেন, ‘কাউকে ক্ষমতায় নেওয়ার জন্য বা কারও দাসত্ব করার জন্য জাতীয় পার্টি রাজনীতি করে না। ভবিষ্যতে কারও বি-টিম হওয়ার জন্য নয়, আমরা দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে চাই। এই কাজে যারা আমাদের সহযোগী হবে, যারা আমাদের বন্ধুর মতো গ্রহণ করবে তাদেরও আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব। কিন্তু কারও কাছে গিয়ে আমরা জিম্মি হতে রাজি নই। কারও কৃতদাস হওয়ার জন্য আমরা রাজনীতি করছি না। কারও সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয়, তাহলে সমানে সমানে বন্ধুত্ব করব।’ 

নির্বাচনের বিষয়ে সামগ্রিক অবস্থা বিচার-বিবেচনা করে সেই প্রেক্ষিত অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘মূল বিষয় হচ্ছে দলের শক্তি। মানুষের আস্থা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা থেকে শক্তি আসবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী হলে এবং জনগণের সামনে নিজেদের রাজনীতি করতে পারি তাহলে যেকোনো প্রেক্ষিতে আমরা নির্বাচনে ভালো ফলাফল করতে পারব।’ 

দেশে আইনের শাসন নেই জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। দেশে দলীয় লোকদের জন্য এক আইন, সাধারণের জন্য আরেকটি আইন। ধনীরা লুটপাট, দুর্নীতি করে দিন দিন আরও ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে। মানুষের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা নাই। জীবনের নিরাপত্তা নাই। 

দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় প্রায় ৩৩ বছর ধরে জাতীয় পার্টি বিরোধী দলে আছে। মানুষের মনে অনেক জ্বালা-যন্ত্রণা। এই জ্বালা যদি আমরা বুঝতে পারি তাহলে কোনো জোটের প্রয়োজন হবে না। আমরা আগামী জুলাইয়ের মধ্যে সকল জেলায় সম্মেলন শেষ করব। ৩০০ আসনেই আমরা যোগ্য প্রার্থী খুঁজছি।’ 

নির্বাচন প্রসঙ্গে মুজিবুল হক বলেন, ‘নির্বাচন কীভাবে হবে, তা এখনো নিশ্চিত নয়। সুষ্ঠু নির্বাচনের পদ্ধতি এখনো নির্ধারণ হয়নি। সেই পদ্ধতি নির্ধারণের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাবব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত