Ajker Patrika

বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২৪, ১৩: ৫৭
বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কমিটি গঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কমিটি বা চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি বা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠিত হয়েছে। 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারের দায়িত্ব পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কমিটির অন্য সদস্যরা হলেন—ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ইসমাইল জবিউল্লাহ, হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম ও তাজভিরুল ইসলাম। 

এ ছাড়া, চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটিতে সদস্য হয়েছেন—শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আসাদুজ্জামান, আফরোজা খান রিতা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জিবা খান, অ্যাডভকেট নিপুণ রায় চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাবিথ আউয়াল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ফারজানা শারমীন পুতুল, ইসরাফিল খসরু, ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম (ইউকে) ও মো. ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত