Ajker Patrika

রাষ্ট্রপতির চিঠি পেয়েছে বিএনপি, যাবে না সংলাপে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২১: ২৬
রাষ্ট্রপতির চিঠি পেয়েছে বিএনপি, যাবে না সংলাপে 

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপের আমন্ত্রণ পেয়েছে বিএনপি। সংলাপের চিঠি পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিঠি পেলেও সংলাপের বিষয়ে বিএনপি তার অবস্থান বদলায়নি বলে জানান তিনি।

ফখরুল বলেন, ‘আজই (বুধবার) আমরা বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়ার চিঠি পেয়েছি। তবে সংলাপ নিয়ে আমাদের যে অবস্থান, সেটা পরিবর্তন হয়নি। আমরা নিশ্চিতভাবেই সংলাপে অংশ নিচ্ছি না।’

রাষ্ট্রপতির সংলাপ শুরুর আগে থেকে এখন পর্যন্ত বিভিন্ন বক্তব্য-বিবৃতিতে সংলাপের বিষয়ে অনীহা দেখিয়ে আসছে বিএনপি। সংলাপ নয়, দলটির প্রধান চাওয়া এখন নির্দলীয় সরকারের। যে সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এদিকে সংলাপে অংশ না নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করার কথা জানিয়েছে বিএনপি। এরই মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সংলাপে অংশ নেয়নি বা নেবে না, এমন দলগুলোই দলটির পছন্দের তালিকায় থাকবে বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকেরা।

ইসি গঠন নিয়ে গত ২০ ডিসেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এরই মধ্যে বেশ কয়েকটি দল অংশ নিয়ে এই বিষয়ে তাদের মত দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত