Ajker Patrika

ডোনাল্ড লুর চিঠির জবাব দিল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ২০: ০৩
ডোনাল্ড লুর চিঠির জবাব দিল আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর মধ্যে সংলাপ চেয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 

বিএনপির পরে ডোনাল্ড লুয়ের দেওয়া চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগও। 

দলীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া জবাব দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশে মার্কিন দূতাবাসের অ্যাক্টিং অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে হস্তান্তর করেন। 

এ বিষয়ে জানতে মোহাম্মদ আলী আরাফাতকে ফোন কল করা হলে তিনি সাড়া দেননি। 

১৫ নভেম্বর ডোনাল্ড লুয়ের লেখা চিঠি ওবায়দুল কাদেরের হাতে তুলে দেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। চিঠির বিষয়ে গতকাল বৃহস্পতিবার ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘চিঠির জবাব দু-এক দিনের মধ্যে দেব। এটা একটা সৌজন্যবোধ, শিষ্টাচারের বিষয়। তিনি একটা চিঠি দিয়েছেন, সেটার জবাব আমরা অবশ্যই দেব। এটা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যেও পড়ে। চিঠি প্রসঙ্গে আমাদের কথা এটাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত