Ajker Patrika

জেলা পরিষদের পদ ছেড়ে পাওয়া নৌকা গেল লাঙ্গলের জন্য 

হবিগঞ্জ প্রতিনিধি
জেলা পরিষদের পদ ছেড়ে পাওয়া নৌকা গেল লাঙ্গলের জন্য 

মহাজোটের ভাগাভাগিতে জাতীয় পার্টিকে হবিগঞ্জ-১ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এ কারণে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী তাঁর মনোনয়ন প্রত্যাহার করেন। এর আগে তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। 

মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার দেবী চন্দ। 

ওই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন এম এ মুনিম চৌধুরী বাবু। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

এ ছাড়াও জেলায় আরও চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন—হবিগঞ্জ-১ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী ইয়াসমিন আক্তার মুন্নি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মো. ছাদিকুর মিয়া তালুকদার ও হবিগঞ্জ-৪ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ আবুল খায়ের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত