নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেগা প্রকল্পগুলো দুর্নীতি আর টাকা পাচারের উৎস হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘জনগণের কল্যাণ এখন আর এ সরকারের লক্ষ্য নয়। মেগা প্রকল্প নিয়েই তাদের যত মনোযোগ, কারণ সেখানে মধু আছে।’
আজ সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টুকু এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক হিসেবে দলের ত্রাণ কার্যক্রমের আদ্যোপান্ত তুলে ধরেন টুকু। সংবাদ সম্মেলনে বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা না থাকায় তারা সচেতনভাবেই বিএনপির ত্রাণ তৎপরতাকে বাধাগ্রস্ত করছে।’
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘সারা দেশে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বানভাসি মানুষের হাহাকারে যখন আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে, বন্যার্তদের জন্য সরকারি সাহায্য যখন নিতান্তই অপ্রতুল, এই সময়ে সবাইকে রাজনীতির ঊর্ধ্বে উঠে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। বিরোধী দলে থাকলেও জনগণের দল হিসেবে বিএনপি ইতিমধ্যে সিলেট, সুনামগঞ্জ, ফেনী, নেত্রকোনা এবং কুড়িগ্রামসহ সারা দেশে যথাসাধ্যভাবে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, সরকারি দল বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনীর ফুলগাজীতে বিএনপির ত্রাণ বিতরণের প্রস্তুতি সভায় বিনা উসকানিতে লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এর ফলে ২০ জন নেতা-কর্মী আহত হন।’
বন্যাকবলিত এলাকাগুলোতে বিএনপির ত্রাণ বিতরণের কথা জানিয়ে দলের ত্রাণ কমিটির আহ্বায়ক জানান, পানিবন্দী মানুষদের উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসা ও ওষুধ, গৃহনির্মাণ এবং কৃষকদের পাশে দাঁড়ানোসহ বিভিন্নভাবে বন্যার্তদের সহযোগিতা করছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা বন্যাকবলিত কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উদ্যোগে বানভাসিদের মাঝে পৃথকভাবে বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনও রোগবালাইয়ের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, বিশুদ্ধ পানির ট্যাবলেট বিতরণ করে চলছে। বানভাসিদের মাঝে বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং পুরোনো ও ব্যবহার্য কাপড় সরবরাহের কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মেগা প্রকল্পগুলো দুর্নীতি আর টাকা পাচারের উৎস হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘জনগণের কল্যাণ এখন আর এ সরকারের লক্ষ্য নয়। মেগা প্রকল্প নিয়েই তাদের যত মনোযোগ, কারণ সেখানে মধু আছে।’
আজ সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টুকু এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক হিসেবে দলের ত্রাণ কার্যক্রমের আদ্যোপান্ত তুলে ধরেন টুকু। সংবাদ সম্মেলনে বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা না থাকায় তারা সচেতনভাবেই বিএনপির ত্রাণ তৎপরতাকে বাধাগ্রস্ত করছে।’
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘সারা দেশে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বানভাসি মানুষের হাহাকারে যখন আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে, বন্যার্তদের জন্য সরকারি সাহায্য যখন নিতান্তই অপ্রতুল, এই সময়ে সবাইকে রাজনীতির ঊর্ধ্বে উঠে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। বিরোধী দলে থাকলেও জনগণের দল হিসেবে বিএনপি ইতিমধ্যে সিলেট, সুনামগঞ্জ, ফেনী, নেত্রকোনা এবং কুড়িগ্রামসহ সারা দেশে যথাসাধ্যভাবে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, সরকারি দল বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনীর ফুলগাজীতে বিএনপির ত্রাণ বিতরণের প্রস্তুতি সভায় বিনা উসকানিতে লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এর ফলে ২০ জন নেতা-কর্মী আহত হন।’
বন্যাকবলিত এলাকাগুলোতে বিএনপির ত্রাণ বিতরণের কথা জানিয়ে দলের ত্রাণ কমিটির আহ্বায়ক জানান, পানিবন্দী মানুষদের উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসা ও ওষুধ, গৃহনির্মাণ এবং কৃষকদের পাশে দাঁড়ানোসহ বিভিন্নভাবে বন্যার্তদের সহযোগিতা করছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা বন্যাকবলিত কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উদ্যোগে বানভাসিদের মাঝে পৃথকভাবে বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনও রোগবালাইয়ের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, বিশুদ্ধ পানির ট্যাবলেট বিতরণ করে চলছে। বানভাসিদের মাঝে বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং পুরোনো ও ব্যবহার্য কাপড় সরবরাহের কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১০ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১০ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১১ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
১৩ ঘণ্টা আগে