Ajker Patrika

বৃহস্পতিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃহস্পতিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ 

সারা দেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, জামিন বাতিল করে নেতা কর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা এবং মহানগরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে এই কর্মসূচি খুলনা মহানগর ও খুলনা বিভাগের জেলা সমূহের জন্য প্রযোজ্য হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

উল্লেখ, বিএনপির চলমান বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা, গ্রেপ্তার, জামিন বাতিলের ঘটনা ঘটছে।

চট্টগ্রাম, ময়মনসিংহের পর আগামী ২২ অক্টোবর খুলনায় জনসভার প্রস্তুতি নিচ্ছে দলটি।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত