Ajker Patrika

বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত কয়েকজন চিহ্নিত: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত কয়েকজন চিহ্নিত: তথ্যমন্ত্রী

বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারী কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন। সাম-সাময়িক বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এমনটি জানান। 

তিনি বলেন, যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ‘দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে, দেশে হানাহানি লাগানোর জন্য অপপ্রচার চালায়, বিদেশিদের কাছে অপপ্রচার চালায়, সেগুলো রাষ্ট্রদ্রোহীতামূলক কার্যক্রম। সুতরাং কেউ যদি রাষ্ট্রদ্রোহীতামুলক কার্যক্রম করে বা যুক্ত থাকে রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। সেই সিদ্ধান্ত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নেওয়া হয়েছে। কারা এগুলো করছে আমরা অনেকটা জানি। প্রয়োজনে আরও কারা কারা এর সঙ্গে যুক্ত তাদেরও তালিকা করা হবে।’ 

বিদেশে বসে কারা রাষ্ট্রবিরোধী কাজ করছেন, সেই প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘সেটি এখানে বলার বিষয় নয়। কারা এগুলো করছে আমরা জানি, আপনারাও জানেন। অনেক লোক এ কাজগুলো করছে। কিন্তু চিহ্নিত কয়েকজন আছে যারা ক্রমাগতভাবে এ কাজগুলো করে যাচ্ছে।’ 

বিদেশে বসে যেসব বাংলাদেশি পাসপোর্টধারীরা দেশবিরোধী কাজ করছেন, তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 

গতকাল বুধবার সচিবালয়ে এই কমিটির সভার পর কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘বিদেশ থেকে কেউ কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে পারে, কিন্তু অনেক লোক রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এটা রাষ্ট্রদ্রোহ, এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্রবিরোধী কাজ বিদেশে বসে যারা করছে, তাদের পাসপোর্ট যাতে বাতিল করা হয় আমরা সে নির্দেশনা দিয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত