নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার দেশকে নীরব দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই)।
আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জুম্মার নামাজ শেষে বাংলাদেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ভারতে হিজাব নিষিদ্ধের ষড়যন্ত্র ও দেশে মদের অবাধ অনুমতি প্রদানের প্রতিবাদে সংগঠনটির ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘প্রতি মাসেই গ্যাস ও তেলের দাম বৃদ্ধি হচ্ছে। পানি ও চালের দাম বাড়ানো হচ্ছে। মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করবে সেই চিন্তা সরকারের নেই। বাজারের ওপর সরকারের কোন নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। জিনিসপত্রের দাম সরকারকে আর বাড়াতে দেওয়া হবে না। সরকার দেশকে নীরব দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশেহারা দাবি করে ফয়জুল করীম বলেন, ‘চাল-ডাল-তেলের দাম বাড়ছে। মধ্যবিত্তের লোকজনও লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছে। সেদিকে সরকারের ভ্রুক্ষেপ নেই। সারা বিশ্বে কেরোসিনের দাম যখন কমে, বাংলাদেশে তখন বাড়ে। এ এক আজব দেশ, আজব সরকার। এখানে কোনো কিছুর দাম একবার বাড়লে আর কমে না।’
দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘দেশের মানুষের প্রতি সরকারের কোন দায় নেই। পানি-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব মরার ওপর খাঁড়ার ঘা।’
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর নেসার উদ্দিন বলেন, ‘বাজারে আগুন লেগেছে। বাণিজ্যমন্ত্রী প্রটোকল ও মিডিয়া ছাড়া বাজারে গিয়ে দেখুন। জনগণের সুখ-দুঃখের কথা শুনুন। ন্যায্যমূল্যে সব চাহিদা ন্যায্য অধিকার ৷ এ ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থ।’
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে নয়া পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন তারা। বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পার হয়ে নাইট অ্যাঙ্গেল মোড়ের কাছাকাছি গেলে পুলিশ তাদের বাধা দেয়। সেখানে মিছিল শেষ করেন বিক্ষোভকারীরা।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ প্রমুখ।
সরকার দেশকে নীরব দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই)।
আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জুম্মার নামাজ শেষে বাংলাদেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ভারতে হিজাব নিষিদ্ধের ষড়যন্ত্র ও দেশে মদের অবাধ অনুমতি প্রদানের প্রতিবাদে সংগঠনটির ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘প্রতি মাসেই গ্যাস ও তেলের দাম বৃদ্ধি হচ্ছে। পানি ও চালের দাম বাড়ানো হচ্ছে। মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করবে সেই চিন্তা সরকারের নেই। বাজারের ওপর সরকারের কোন নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। জিনিসপত্রের দাম সরকারকে আর বাড়াতে দেওয়া হবে না। সরকার দেশকে নীরব দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশেহারা দাবি করে ফয়জুল করীম বলেন, ‘চাল-ডাল-তেলের দাম বাড়ছে। মধ্যবিত্তের লোকজনও লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছে। সেদিকে সরকারের ভ্রুক্ষেপ নেই। সারা বিশ্বে কেরোসিনের দাম যখন কমে, বাংলাদেশে তখন বাড়ে। এ এক আজব দেশ, আজব সরকার। এখানে কোনো কিছুর দাম একবার বাড়লে আর কমে না।’
দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘দেশের মানুষের প্রতি সরকারের কোন দায় নেই। পানি-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব মরার ওপর খাঁড়ার ঘা।’
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর নেসার উদ্দিন বলেন, ‘বাজারে আগুন লেগেছে। বাণিজ্যমন্ত্রী প্রটোকল ও মিডিয়া ছাড়া বাজারে গিয়ে দেখুন। জনগণের সুখ-দুঃখের কথা শুনুন। ন্যায্যমূল্যে সব চাহিদা ন্যায্য অধিকার ৷ এ ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থ।’
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে নয়া পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন তারা। বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পার হয়ে নাইট অ্যাঙ্গেল মোড়ের কাছাকাছি গেলে পুলিশ তাদের বাধা দেয়। সেখানে মিছিল শেষ করেন বিক্ষোভকারীরা।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ প্রমুখ।
যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর (লিগ্যাল ফ্রেমওয়ার্ক) মাধ্যমে সেগুলো বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে বলে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন।
১৬ মিনিট আগেজুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ বলে মনে করে জামায়াতে ইসলামী। একই সঙ্গে নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাবকে বিপজ্জনক বলেও মনে করে দলটি।
৩৭ মিনিট আগেজিয়াউর রহমান ভ্রান্ত সমাজতান্ত্রিক কাঠামো থেকে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেমানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কারপ্রক্রিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
৩ ঘণ্টা আগে