নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির সাবেক নেতা নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে সোনালি আঁশ প্রতীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের আপিল বিভাগের আদেশের পর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান এই নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘অ্যাপিলেট ডিভিশন থেকে তাদের (তৃণমূল বিএনপি) বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য। যেহেতু সর্বোচ্চ আদালত থেকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, সেহেতু আমরা দিতে বাধ্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
মো. আলমগীর বলেন, ‘যত দ্রুত সম্ভব দলটিকে (তৃণমূল বিএনপি) নিবন্ধন দেওয়া হবে। আদালত নির্দেশনা দেওয়ার পর মাঠে খতিয়ে দেখার সুযোগ নেই।’
ইসি আরও বলেন, ‘আদালতের নির্দেশ আমরা পালন করতে বাধ্য। আদালত নিশ্চয়ই সেগুলো প্রমাণ পেয়েছেন। আদালত তাদের প্রতীকও নির্ধারণ করে দিয়েছেন। দলটির প্রতীক হবে সোনালি আঁশ। সে সঙ্গে নিবন্ধিত দল হিসেবে গেজেট প্রকাশের পরই তা ইসির তালিকাভুক্ত হবে।’
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়েছিলেন নাজমুল হুদা। এই হিসেবে তৃণমূল বিএনপি তাঁর চতুর্থ দল।
গণসংহতি ও ইনসানিয়াত বিপ্লব নামে দুটি দলের বিষয়ে আদালতের সর্বোচ্চ আদেশ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করে দেখতে হবে বলে জানান ইসি মো. আলমগীর।
এদিকে গত বছর নিবন্ধনের জন্য প্রায় ১০০টি দলের আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। মো. আলমগীর বলেন, ‘৯৩টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ৫টি দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন না করায়, তাদের আবেদন বাতিল করা হয়েছে। ২টি দল আবেদন উইথড্র (প্রত্যাহার) করেছে।’
ইসি আলমগীর বলেন, ‘প্রাথমিক যাচাইয়ে আবেদনপত্রে যে তথ্য চাওয়া হয়েছে, তা অনেক দল জমা দেয়নি। ইসি ফের সেসব তথ্য দেওয়ার জন্য বলা হলে দলগুলো তা দিয়েছে। আগামী রোববার যাচাই কমিটি ফের সেগুলো নিয়ে বেলা তিনটায় বসবে। এরপর মাঠ পর্যায়ে দলগুলোর কার্যালয়, কমিটি আছে কি না—এসব খতিয়ে দেখা হবে।’
বিএনপির সাবেক নেতা নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে সোনালি আঁশ প্রতীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের আপিল বিভাগের আদেশের পর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান এই নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘অ্যাপিলেট ডিভিশন থেকে তাদের (তৃণমূল বিএনপি) বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য। যেহেতু সর্বোচ্চ আদালত থেকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, সেহেতু আমরা দিতে বাধ্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
মো. আলমগীর বলেন, ‘যত দ্রুত সম্ভব দলটিকে (তৃণমূল বিএনপি) নিবন্ধন দেওয়া হবে। আদালত নির্দেশনা দেওয়ার পর মাঠে খতিয়ে দেখার সুযোগ নেই।’
ইসি আরও বলেন, ‘আদালতের নির্দেশ আমরা পালন করতে বাধ্য। আদালত নিশ্চয়ই সেগুলো প্রমাণ পেয়েছেন। আদালত তাদের প্রতীকও নির্ধারণ করে দিয়েছেন। দলটির প্রতীক হবে সোনালি আঁশ। সে সঙ্গে নিবন্ধিত দল হিসেবে গেজেট প্রকাশের পরই তা ইসির তালিকাভুক্ত হবে।’
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়েছিলেন নাজমুল হুদা। এই হিসেবে তৃণমূল বিএনপি তাঁর চতুর্থ দল।
গণসংহতি ও ইনসানিয়াত বিপ্লব নামে দুটি দলের বিষয়ে আদালতের সর্বোচ্চ আদেশ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করে দেখতে হবে বলে জানান ইসি মো. আলমগীর।
এদিকে গত বছর নিবন্ধনের জন্য প্রায় ১০০টি দলের আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। মো. আলমগীর বলেন, ‘৯৩টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ৫টি দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন না করায়, তাদের আবেদন বাতিল করা হয়েছে। ২টি দল আবেদন উইথড্র (প্রত্যাহার) করেছে।’
ইসি আলমগীর বলেন, ‘প্রাথমিক যাচাইয়ে আবেদনপত্রে যে তথ্য চাওয়া হয়েছে, তা অনেক দল জমা দেয়নি। ইসি ফের সেসব তথ্য দেওয়ার জন্য বলা হলে দলগুলো তা দিয়েছে। আগামী রোববার যাচাই কমিটি ফের সেগুলো নিয়ে বেলা তিনটায় বসবে। এরপর মাঠ পর্যায়ে দলগুলোর কার্যালয়, কমিটি আছে কি না—এসব খতিয়ে দেখা হবে।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারকে কীভাবে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তা ঠিক করার পরামর্শ দিয়েছেন। আজ বুধবার ঢাকার একটি হোটেলে ‘ডেমোক্রেসি ডায়াস’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত এক সেমিনারে তিনি এই পরামর্শ দেন।
১০ ঘণ্টা আগেজুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি, বাস্তবায়ন প্রক্রিয়া জামায়াত চায় বলে জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘এখন প্রশ্ন হচ্ছে, এই সনদকে আইনি মর্যাদা কীভাবে দেওয়া যাবে। আমাদের মতে, যেভাবে অতীতে পঞ্চম ও সপ্তম সংশোধনীর মাধ্যমে গণভোট ও প্রক্লেমেশন র্যাটিফাই
১১ ঘণ্টা আগেজাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যুক্তি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টার স্বাক্ষরসহ, সংস্কার কমিশনের সব চেয়ারম্যান, ঐকমত্য কমিশনের সব সদস্য, জাতীয় নেতারা ও সব দলের প্রতিনিধির স্বাক্ষরসহ একটি সনদ তৈরি হবে—তা ওয়েবসাইটে প্রকাশিত হবে, পত্রিকায়
১৩ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষার্থীরা সন্তানের চেয়ে বড়, তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরী।
১৩ ঘণ্টা আগে