নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার ও জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের ঘোষিত জনসমাবেশ শুরু করেছে। আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতির মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরে ইশতেহার ঘোষণার কথা রয়েছে। দলটি জানিয়েছে, ইশতেহারে পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, দুর্নীতি দমন, প্রবাসী নীতি, নগরায়ণ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের দিকনির্দেশনা থাকবে।
দুপুরের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। শহীদ মিনারের মূল বেদির দুই পাশে এলইডি স্ক্রিনে জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও।
সমাবেশস্থলে বসার জন্য বিছানো হয়েছে লাল কার্পেট। নেতাদের জন্য তৈরি করা হয়েছে আলাদা তাবু। পাশাপাশি মোবাইল টয়লেট, মেডিকেল বুথ এবং অন্যান্য জরুরি সুবিধাও রাখা হয়েছে।
দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটের পাশাপাশি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নেতা-কর্মীরাও উপস্থিত আছেন। উপস্থিত আছেন—এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতারা।
নিরাপত্তার অংশ হিসেবে দুপুর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডও দায়িত্ব পালন করছে।
সমাবেশ থেকে এক দফা আন্দোলনের বর্ষপূর্তি উদ্যাপন এবং এনসিপির জুলাই পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি। সমাবেশে বক্তব্য রাখবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার ও জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের ঘোষিত জনসমাবেশ শুরু করেছে। আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতির মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরে ইশতেহার ঘোষণার কথা রয়েছে। দলটি জানিয়েছে, ইশতেহারে পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, দুর্নীতি দমন, প্রবাসী নীতি, নগরায়ণ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের দিকনির্দেশনা থাকবে।
দুপুরের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। শহীদ মিনারের মূল বেদির দুই পাশে এলইডি স্ক্রিনে জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও।
সমাবেশস্থলে বসার জন্য বিছানো হয়েছে লাল কার্পেট। নেতাদের জন্য তৈরি করা হয়েছে আলাদা তাবু। পাশাপাশি মোবাইল টয়লেট, মেডিকেল বুথ এবং অন্যান্য জরুরি সুবিধাও রাখা হয়েছে।
দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটের পাশাপাশি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নেতা-কর্মীরাও উপস্থিত আছেন। উপস্থিত আছেন—এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতারা।
নিরাপত্তার অংশ হিসেবে দুপুর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডও দায়িত্ব পালন করছে।
সমাবেশ থেকে এক দফা আন্দোলনের বর্ষপূর্তি উদ্যাপন এবং এনসিপির জুলাই পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি। সমাবেশে বক্তব্য রাখবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক এবং জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। তিনি আরও বলেন, এই সনদের সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে।
১ ঘণ্টা আগেশেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সবাইকে রাজপথে থাকতে হবে। বাংলার এই ইয়াজিদের বিচার জনগণের আদালতে হবেই। আমরা মাঠ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। ইনশা আল্লাহ ছাড়ব না।’
২ ঘণ্টা আগেআগামী বাংলাদেশ কেমন হবে এবং জাতীয় নাগরিক পার্টি যে লক্ষ্যে আগামী দিনের রাজনীতি পরিচালনা করবে, তা সমন্বয় করে ২৪ দফার ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেন তিনি।
২ ঘণ্টা আগেহাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন আমাদের কাজ করার সময়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, হুমকি দেয়, তাহলে পিছু হটবেন না। আমরা জানি, বিভিন্ন এলাকায় বাধা দেওয়া হচ্ছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, এনসিপির নেতা-কর্মীদের দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, তাহলে আমরা তা রাজনৈতিকভাবে প্রতিহত কর
২ ঘণ্টা আগে