Ajker Patrika

বিএনপির সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক, এক দফায় সমর্থন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৯: ৫৫
বিএনপির সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক, এক দফায় সমর্থন

ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপির সরকার পতনের এক দফায় সমর্থন জানিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে বৈঠকের পর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। 

বৈঠক প্রসঙ্গে আমীর খসরু ও ববি হাজ্জাজ জানান, আজকের বৈঠকে এক দফার আন্দোলন নিয়ে তাঁরা ঐকমত্যে পৌঁছেছেন। এনডিএম এক দফাকে সমর্থন জানিয়ে সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছে। আগামী দিনের কর্মসূচিতে কার্যকর ভূমিকা পালনের কথা বলা হয়েছে এনডিএমের পক্ষ থেকে। সরকারের পতন না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলনে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। 

বৈঠকে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান, যুগ্ম মহাসচিব মমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হিরা, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত