Ajker Patrika

মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৪: ১৯
‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব। ছবি: আজকের পত্রিকা
‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব। ছবি: আজকের পত্রিকা

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কারপ্রক্রিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যাঁরা আত্মাহুতি দিয়েছেন, তাঁদের দিকে কেউ তাকাননি। তিনি অভিযোগ করে বলেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘যাঁরা গুম হয়েছেন, তাঁদের ফিরিয়ে দিতে পারব কি না জানি না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ রয়েছে।’

নিখোঁজ সদস্যদের বিষয়ে মির্জা ফখরুল বলেন, গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত