নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে দলটি। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘এখন কেবল আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয়, আমি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমি আবেদন করব, আপনারা বুঝেশুনে কথা বলবেন, আমাকে যদি আপনি দোষারোপ করেন, সেই ঢিল কিন্তু অন্যের ওপর গিয়ে পড়তে পারে।’
উপদেষ্টার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তারেক রহমানকে নিয়ে ড. খলিলের এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে এমন বক্তব্য দিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে রিজভী বলেন, এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করছি।
এই বিএনপি নেতা আরও বলেন, ‘আমার বক্তব্য স্পষ্ট —রাষ্ট্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেই। ড. খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে-বিদেশে তাঁর অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য জনগণের সামনে হাজির করতে হবে।’
রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের দেড় দশক ড. খলিল কোথায় ছিলেন? বিদেশে তাঁর স্ট্যাটাস কী ছিল? ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা কী ছিল, অবশ্যই এর জবাব জনগণকে জানতে হবে।’
মানবিক করিডর প্রসঙ্গে খলিলের ভূমিকা নিয়ে ইতিমধ্যে মানুষের মনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে দলটি। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘এখন কেবল আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয়, আমি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমি আবেদন করব, আপনারা বুঝেশুনে কথা বলবেন, আমাকে যদি আপনি দোষারোপ করেন, সেই ঢিল কিন্তু অন্যের ওপর গিয়ে পড়তে পারে।’
উপদেষ্টার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তারেক রহমানকে নিয়ে ড. খলিলের এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে এমন বক্তব্য দিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে রিজভী বলেন, এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করছি।
এই বিএনপি নেতা আরও বলেন, ‘আমার বক্তব্য স্পষ্ট —রাষ্ট্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেই। ড. খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে-বিদেশে তাঁর অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য জনগণের সামনে হাজির করতে হবে।’
রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের দেড় দশক ড. খলিল কোথায় ছিলেন? বিদেশে তাঁর স্ট্যাটাস কী ছিল? ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা কী ছিল, অবশ্যই এর জবাব জনগণকে জানতে হবে।’
মানবিক করিডর প্রসঙ্গে খলিলের ভূমিকা নিয়ে ইতিমধ্যে মানুষের মনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।
গোপালগঞ্জে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার পর দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।’
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনায় সরব হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার এক ফেসবুক পোস্টে এ নিয়ে কথা বলেছেন জামায়াত আমির।
১ ঘণ্টা আগেজাতীয় যুবশক্তির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিষিদ্ধঘোষিত এই দলের মদদপুষ্ট সন্ত্রাসীরা দিনের আলোয় প্রকাশ্যে আক্রমণ চালিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে আতঙ্কিত করে তুলেছে। যুবশক্তির দাবি, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্
২ ঘণ্টা আগেআবদুল মঈন খান বলেন, ‘বিএনপি ১৫ বছর যে সংগ্রাম করেছে, তার চূড়ান্ত হলো ২০২৪ সালের জুলাই আন্দোলন। যেটি ছিল প্রথম ধাপের স্বৈরাচার মুক্তি। ছাত্ররা যে স্ফুলিঙ্গ গড়ে তুলে সংগ্রাম করে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই। এই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য করার গৌরব কারোর একার নয়,
৩ ঘণ্টা আগে