Ajker Patrika

আওয়ামী লীগের সমাবেশে শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৯: ০৩
আওয়ামী লীগের সমাবেশে শুরু

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুরু হয়েছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। আজ শনিবার বেলা দেড়টা নাগাদ সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। 

সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘বিএনপির জাওয়ানি চলে গেছে, সেটা আর ফিরবে না। ছাত্রলীগের সামনে টিক্কা খান খান-খান হয়ে গেছে। বিএনপিও দাঁড়াতে পারবে না।’ 

সমাবেশ উপলক্ষে সকাল থেকে নেতা-কর্মীরা বায়তুল মোকাররম এলাকায় আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। 

সমাবেশে আসা নেতা-কর্মীদের উৎসাহ দিতে দুপুর সাড়ে ১১টা নাগাদ শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকসংগীতশিল্পী প্রীতি সরকার ‘জয় বাংলা বলিয়া’ গান গেয়ে শোনান। 

পরে ‘ঝিলমিল করে ময়ূর পংখী নাও’ পরিবেশন করেন শিল্পী প্রীতি সরকার। লোকসংগীত, বাউলশিল্পী ফকির শাহাবুদ্দিন ‘জাতে বাঙালি’ ও বঙ্গবন্ধুর ওপর গান তোলেন দারাজ কণ্ঠে। 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত