Ajker Patrika

সরকার ভিন্নমত দমনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে: গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার ভিন্নমত দমনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে: গণঅধিকার পরিষদ

বর্তমান সরকার বিরোধী দলীয় নেতা–কর্মীদের সভা–সমাবেশের অধিকার হরণের পাশাপাশি এখন গণমাধ্যমেরও স্বাধীনতা হরণের চেষ্টা করছে জানিয়ে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, ‘সরকার ভিন্নমত দমনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে।’ 

আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে আটক সকলের মুক্তির দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে এ কথা বলেছেন তারা। 

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ‘সরকার ভিন্নমত দমনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। গণমাধ্যম যাতে সত্য প্রচার না করতে পারে সেজন্যই মূলত প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে। অপরদিকে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে জনগণের ওপর দমনপীড়নের মাত্রা দিনদিন বাড়িয়েই চলছে।’ এ সময় নওগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিন মারা যাওয়ার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবিও করেন তিনি। 

দলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করার আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার তো তাদের কথা শুনবে না। এই সরকার কথা শোনার সরকার না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সমালোচনা করে তিনি বলেন, ‘শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়ার নাকি শিক্ষক হওয়ারই যোগ্যতা নাই। এসব লোককেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপাচার্য, প্রক্টর বানানো হচ্ছে।’ 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, আবু হানিফ, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারেক, শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত