Ajker Patrika

আন্দোলনের শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

৭ জানুয়ারির নির্বাচন ও চলমান আন্দোলন নিয়ে যুগপৎ আন্দোলনকারী দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুইটি জোট ও একটি দলের সঙ্গে বৈঠকে বসেন দলটির নেতারা।

প্রথমে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হয় বিকেল সাড়ে ৪টায়। এরপর পর্যায়ক্রমে জাতীয়তাবাদী সমমনা জোট ও এলডিপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। 

এসব বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান অংশ নেন বলে জানান শায়রুল কবির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত