Ajker Patrika

আনাড়ি খেলোয়াড়ের সঙ্গে বিএনপি খেলবে না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৫: ৩০
আনাড়ি খেলোয়াড়ের সঙ্গে বিএনপি খেলবে না: গয়েশ্বর

‘খেলা হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আলোচিত এই উক্তির জবাবে খেলা শিখে খেলতে নামার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের একটা আওয়াজ তুলছেন, খেলা হবে। খেলা হবে ভালো কথা, আগে খেলা শিখেন। খেলারও একটা নিয়মকানুন আছে। আপনি ফুটবল খেলতে এসে বলে লাথি না দিয়ে কোমরে লাথি দেন। খেলা শিখে তারপর খেলতে নামেন। আনাড়ি খেলোয়াড়ের সঙ্গে বিএনপি খেলবে না।’

আজ বুধবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী জনতা দলর ওই আলোচনায় বর্তমান সরকারকে ‘আনাড়ি’ আখ্যা দিয়ে গয়েশ্বর বলেন, তারা নির্বাচিত না। এ রকম আনাড়ি খেলোয়াড়ের সঙ্গে বিএনপি খেলবে না। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে। জনগণ যেমন আন্দোলন চায়, তেমন আন্দোলনই করবে। 

‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন শেখ হাসিনার মেধাগত ফসল’—এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা যে দাবিটা করেছেন, খালেদা জিয়া তা পূরণ করেছেন। এখন আপনাদের সেই দাবিটাই আবার বলবৎ করেন। আমরা তো নতুন করে কোনো দাবি আপনাদের দেই নাই।’ 

সরকারকে হুঁশিয়ার করে গয়েশ্বর বলেন, ‘বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। সমগ্র জনগণ এখন রাজপথে। অতীতে যা কিছু হয়েছে, রাজপথ থেকেই ফয়সালা হয়েছে। আমরা রাজপথ থেকেই ফয়সালা করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত