Ajker Patrika

ডিসি নিয়োগে হস্তক্ষেপের বিষয়ে যা বললেন এনসিপির সালাউদ্দিন তানভীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির নেতা সালাউদ্দিন তানভীর। ছবি: আজকের পত্রিকা
দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির নেতা সালাউদ্দিন তানভীর। ছবি: আজকের পত্রিকা

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন তানভীর বলেন, ‘ডিসি নিয়োগ একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয়। যদি ডিসি নিয়োগের ক্ষেত্রে কারও ভূমিকা থেকে থাকে, কেউ যদি সত্যি ডিসি নিয়োগ করে থাকে, সেটা মহাশক্তিশালী কাউকে হতে হবে, এটা একেবারে সম্ভাবনার বিপরীত জিনিস। যারা এটা বোঝেন তারা এটা শুনে হাসবে!’

আজ বুধবার সকালে দুদকের তলবে হাজির হলে ২ ঘণ্টারও বেশি সময় ধরে সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করে দুদক সহাকরী পরিচালক এসএম রাশেদুল হাসানের টিম। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলেন এনসিপি নেতা।

এনসিটিবির পাঠ্যবই ছাপানোর কাগজ কেনায় কমিশন বাণিজ্য, ডিসি নিয়োগে হস্তক্ষেপ ও ঘুষ গ্রহণের অভিযোগে গত ২১ এপ্রিল এনসিপি থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে ৭ দিনের মধ্যে তাঁকে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়। পরে বিষয়টি নজরে আসলে গাজী সালাউদ্দীন তানভীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন।

এ বিষয়ে সে সময় কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি তখন সাংবাদিকদের জানান, এটি আমাদের আমাদের নজরে এসেছে। আমরা এই বিষয়ে কাজ করছি। দুদক এই জাতীয় যে কোনো অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন। আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে অগ্রগতি শিগগিরই জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত