Ajker Patrika

একুশের অঙ্গীকার সাম্প্রদায়িকতা মূলোৎপাটন: ওবায়দুল কাদের

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ০২
একুশের অঙ্গীকার সাম্প্রদায়িকতা মূলোৎপাটন: ওবায়দুল কাদের

আমাদের বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করছে। সেই সাম্প্রদায়িকতা মূলোৎপাটন একুশের অঙ্গীকার বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ বুধবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন কাদের।

কাদের বলেন, স্বাধীন বাংলাদেশের ভিত্তি ২১ শে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ভিত্তি স্থাপিত হয়েছিল, পরবর্তীকালে স্বাধিকার  সংগ্রামের বিভিন্ন মাইলফলক হিসেবে অতিক্রম করে। আজকে বাংলাদেশ ঠিকই আছে। যে বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছে, সেই বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি আজকে সারা বিশ্বের বিস্ময়।

পুষ্পার্ঘ্য অর্পণের আগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরিসহ আজিমপুর ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, কৃষি ও সমবায় বিষয়ক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল চ্যাটার্জি, পারভীন জামান কল্পনাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত