Ajker Patrika

এক এসপির বদলি চেয়ে সিইসিকে চিঠি দিল জাপার ৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৪: ২৪
এক এসপির বদলি চেয়ে সিইসিকে চিঠি দিল জাপার ৬ প্রার্থী

যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দারকে বদলি করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছেন এই জেলার জাতীয় পার্টি মনোনীত ছয়জন সংসদ সদস্য পদপ্রার্থী। আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একসঙ্গে এসে তাঁরা পৃথকভাবে ইসিতে ছয়টি চিঠি জমা দেন। 
 
এসপির বদলি চেয়ে চিঠি দেওয়া জাপা প্রার্থীরা হলেন—যশোর-১ আসনের মো. আক্তারুজ্জামান, যশোর-২ আসনের ফিরোজ শাহ, যশোর-৩ আসনের মো. মাহবুব আলম, যশোর-৪ আসনের মো. জহুরুল হক, যশোর-৫ আসনের এম এ হালিম এবং যশোর-৬ আসনের জি এম হাসান। তাঁদের প্রত্যেকের চিঠির ভাষা একই। 

সিইসিকে দেওয়া যশোর-৫ আসনে জাপা প্রার্থী এম এ হালিমের লেখা চিঠিতে বলা হয়েছে, প্রলয় কুমার জোয়ার্দার প্রায় তিন বছর ধরে যশোর জেলায় কর্মরত আছেন। তিনি নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হলেও তাঁর শ্বশুরবাড়ি মনিরামপুর উপজেলায়। আত্মীয়তার কারণে প্রলয় কুমার মনিরামপুর উপজেলাসহ সারা যশোরের বহু মানুষের সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া তিনি মনিরামপুরের বর্তমান সংসদ সদস্য, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ‘জামাই’ হিসেবে সুপরিচিত, যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করবে। স্বপন ভট্টাচার্য্যের সঙ্গে প্রলয় জোয়ার্দারের গভীর সম্পর্ক থাকার কারণে যশোর-৫ (মনিরামপুর) আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। 

চিঠিতে আরও বলা হয়েছে, ইতিমধ্যে এসপি প্রলয় জোয়ার্দারের নির্দেশে মনিরামপুর থানার কর্মরত এসআই ও এএসআইয়েরা প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত