লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে। আর সে সরকারের নেতৃত্বে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।
আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে অংশ নিয়ে এ্যানি এসব কথা বলেন। শহরের বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘তারেক রহমান দেশের বাইরে থেকে বিএনপিকে গাইড করেছেন। হাসিনার বিরুদ্ধে দেশের সব রাজনীতিক দল, মানুষ, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ করে আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছেন। এটা এত সহজ ব্যাপার ছিল না। কিন্তু সেটা তারেক রহমানের নেতৃত্বে সম্ভব হয়েছিল। সামনে সঠিকভাবে যিনি বাংলাদেশের নেতৃত্বে দিতে পারবেন, তিনিই হলেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে ভবিষ্যৎ পরিকল্পনায় অগ্রসর হচ্ছি।’
এ্যানি আরও বলেন, তারেক রহমান দেশে আসবেন। দেশে একটি সুন্দর নির্বাচন হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আর সেই জনগণের সরকার হবে বিএনপির, নেতৃত্বে তারেক রহমান।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এবং মাটি ও মানুষের নেতা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘সেটার প্রতিচ্ছবি তারেক রহমানের মধ্যে দেখতে পাচ্ছি। সেটা তাঁর মধ্যে রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি এই দেশের মানুষের আস্থা-বিশ্বাস রয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে, থাকবে।’
আওয়ামী লীগ সরকারের সময় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, গুম-খুন, নির্যাতন হয়েছে দাবি করে এ্যানি বলেন, ‘হাসিনার নেতৃত্বে অপকর্মগুলো হয়েছে। হাসিনার রক্তচক্ষুকে ভয় পাইনি। বারবার জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছি। তারপরও হাসিনার কাছে মাথা নত করিনি। তাই হাসিনা যে কাজগুলো করেছেন, সেটা বিএনপি করতে পারে না। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, ভোলা যাবে না।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহশিল্প ও বানিজ্যবিষয়ক সম্পাদক এ বি এম আশ্রাফ উদ্দীন নিজাম, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দীন সাবু, পৌর বিএনপির সভাপতি মাহাবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে। আর সে সরকারের নেতৃত্বে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।
আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে অংশ নিয়ে এ্যানি এসব কথা বলেন। শহরের বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘তারেক রহমান দেশের বাইরে থেকে বিএনপিকে গাইড করেছেন। হাসিনার বিরুদ্ধে দেশের সব রাজনীতিক দল, মানুষ, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ করে আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছেন। এটা এত সহজ ব্যাপার ছিল না। কিন্তু সেটা তারেক রহমানের নেতৃত্বে সম্ভব হয়েছিল। সামনে সঠিকভাবে যিনি বাংলাদেশের নেতৃত্বে দিতে পারবেন, তিনিই হলেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে ভবিষ্যৎ পরিকল্পনায় অগ্রসর হচ্ছি।’
এ্যানি আরও বলেন, তারেক রহমান দেশে আসবেন। দেশে একটি সুন্দর নির্বাচন হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আর সেই জনগণের সরকার হবে বিএনপির, নেতৃত্বে তারেক রহমান।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এবং মাটি ও মানুষের নেতা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘সেটার প্রতিচ্ছবি তারেক রহমানের মধ্যে দেখতে পাচ্ছি। সেটা তাঁর মধ্যে রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি এই দেশের মানুষের আস্থা-বিশ্বাস রয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে, থাকবে।’
আওয়ামী লীগ সরকারের সময় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, গুম-খুন, নির্যাতন হয়েছে দাবি করে এ্যানি বলেন, ‘হাসিনার নেতৃত্বে অপকর্মগুলো হয়েছে। হাসিনার রক্তচক্ষুকে ভয় পাইনি। বারবার জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছি। তারপরও হাসিনার কাছে মাথা নত করিনি। তাই হাসিনা যে কাজগুলো করেছেন, সেটা বিএনপি করতে পারে না। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, ভোলা যাবে না।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহশিল্প ও বানিজ্যবিষয়ক সম্পাদক এ বি এম আশ্রাফ উদ্দীন নিজাম, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দীন সাবু, পৌর বিএনপির সভাপতি মাহাবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শতাধিক প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতিগত কার্যক্রম শুরু করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট ইনস্যুরেন্স টাওয়ারের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের প্রাথমিকভাবে
৯ ঘণ্টা আগেসংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধানে ষষ্ঠ তফসিলে থাকা স্বাধীনতার ঘোষণা ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ ও সপ্তম তফসিলে থাকা ‘প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্স’ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি, তা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না। অথচ জুলাই সনদ সংবিধানের তফসিল
১০ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, ‘জুলাই জাতীয় সনদের যে খসড়া তৈরি করা হয়েছে, তার মধ্যে উভয় কক্ষে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন, সেটা গণভোটে দিন। যদি জনগণ গণভোটে এটাকে গ্রহণ করে, সেটা মেনে নিতে হবে। যদি গ্রহণ না করে, তাও মানতে হবে। কিন্তু আপনি জনগণের মতামত
১১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বাবা হয়েছেন। তিনি পুত্রসন্তানের জনক হয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ।
১১ ঘণ্টা আগে