Ajker Patrika

আ.লীগের সঙ্গে জাপার আসন সমঝোতা বিকেলের মধ্যে সুরাহার ইঙ্গিত  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৪: ৩৮
আ.লীগের সঙ্গে জাপার আসন সমঝোতা বিকেলের মধ্যে সুরাহার ইঙ্গিত  

ক্ষমতাসীনদের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) আসন সমঝোতার বিষয়টি বিকেলের মধ্যে সুরাহা হওয়ার ইঙ্গিত দিয়েছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ রোববার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। 

চুন্নু বলেন, জাপার চেয়ারম্যান জি এম কাদের এসব বিষয়ে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন। আরও অনেকের সঙ্গে কথা বলবেন। সবার সঙ্গে কথা বলে আজ বিকেলে এ বিষয়ে অগ্রগতি জানাব।

জাপার সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে চুন্নু বলেন, ওবায়দুল কাদের যা বলেছেন, সত্যি বলেছেন। তাদের সঙ্গে নির্বাচনের নানা বিষয়ে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে। 

জাপার মহাসচিব বলেন, ‘আমরা আমাদের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি। তাদের মতামত নিচ্ছি। ঢাকার বাইরে যাঁরা আছেন, তাঁদের সঙ্গেও আমরা টেলিফোনে যোগাযোগ করছি। এজন্য আমরা কয়েক ঘণ্টা সময় নিচ্ছি। নিজেদের প্রয়োজনে আমরা এই সময় নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত