নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্যান্য বছরের তুলনায় এবার সড়ক যথেষ্ট ভালো আছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার সড়ক যথেষ্ট ভালো আছে। গাজীপুরে যে সমস্যাটা ছিল, সেটা ওভারকাম করা গেছে। সেখানে আর সমস্যা হবে না, গাড়ি ঠিকমতো চলছে। আর উত্তরবঙ্গের দিকে যে সমস্যাটা হয়, সেটাও এবার আমরা ওভারকাম করতে পেরেছি। আমরা তিনটা ফ্লাইওভার খুলে দিয়েছি, তারপর বঙ্গবন্ধু সেতুর ওই পাশে যে সমস্যাটা হয়, সেখানে নলকা ছিল দীর্ঘদিনের এক দুর্ভোগের জায়গা। এবার আমরা নলকা সেতু করে ফেলেছি। কাজেই সেখানেও কোনো দুর্ভোগ হবে বলে আমার মনে হয় না।’
ওবায়দুল কাদের বলেন, ‘একটু ভিড় দেখলেই অনেক সময় গাড়িগুলো উল্টো পথে চলে যায়। উল্টো পথে দু-চারটা গাড়ি গেলে এরপর পুরো এলাকায় অনেকক্ষণ ধরে যানজট থাকে। এবার বিষয়টাকে আমরা ভালোভাবে দেখছি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন। এবার কোনো রাস্তায় যেন কোনো অবস্থায় দুর্ভোগ না হয়, সে ব্যাপারে তিনি খেয়াল রাখছেন।
সেলফি পরিবহনের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দু-একটা ঘটনা হয়তো ঘটছে। আমাদের লোক সার্বক্ষণিক দায়িত্বে আছে। এরকম কিছু হলে আমরা অবশ্যই দেখব।’ এ সময় যাত্রী হয়রানি বা ভাড়া বেশি নেওয়ার অভিযোগগুলো আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন সেতুমন্ত্রী।
ঈদের পরে বিএনপির আন্দোলনের ঘোষণার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘দেখতে দেখতে ১৩ বছর পার হলো, আন্দোলন হবে কোন বছর? বিগত ১৩ বছর থেকে বিএনপি ঈদের পরে কঠোর আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়ে আসছে। আসলে পথ হারানো পথিকের অবস্থা যেমন হয়, বিএনপির অবস্থাও তেমন হয়েছে ৷ তারা কখন যে কী বলবে, কখন যে কী করবে, সেটা বলা মুশকিল।’
বিএনপির জাতীয় ঐক্যের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের গড়া জাতীয় ঐক্যের চেহারাটা আমরা গত নির্বাচনেও দেখেছি। তারপর সংলাপে এল, নির্বাচনে যাবে, নির্বাচনের সময় দেখা গেল তাদের ঐক্যের লেজেগোবরে অবস্থা। তাদের (বিএনপি) হয়ে আন্দোলনের নেতা কে? নির্বাচনে জিতলে তাদের প্রধানমন্ত্রী কে হবে?’
অন্যান্য বছরের তুলনায় এবার সড়ক যথেষ্ট ভালো আছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার সড়ক যথেষ্ট ভালো আছে। গাজীপুরে যে সমস্যাটা ছিল, সেটা ওভারকাম করা গেছে। সেখানে আর সমস্যা হবে না, গাড়ি ঠিকমতো চলছে। আর উত্তরবঙ্গের দিকে যে সমস্যাটা হয়, সেটাও এবার আমরা ওভারকাম করতে পেরেছি। আমরা তিনটা ফ্লাইওভার খুলে দিয়েছি, তারপর বঙ্গবন্ধু সেতুর ওই পাশে যে সমস্যাটা হয়, সেখানে নলকা ছিল দীর্ঘদিনের এক দুর্ভোগের জায়গা। এবার আমরা নলকা সেতু করে ফেলেছি। কাজেই সেখানেও কোনো দুর্ভোগ হবে বলে আমার মনে হয় না।’
ওবায়দুল কাদের বলেন, ‘একটু ভিড় দেখলেই অনেক সময় গাড়িগুলো উল্টো পথে চলে যায়। উল্টো পথে দু-চারটা গাড়ি গেলে এরপর পুরো এলাকায় অনেকক্ষণ ধরে যানজট থাকে। এবার বিষয়টাকে আমরা ভালোভাবে দেখছি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন। এবার কোনো রাস্তায় যেন কোনো অবস্থায় দুর্ভোগ না হয়, সে ব্যাপারে তিনি খেয়াল রাখছেন।
সেলফি পরিবহনের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দু-একটা ঘটনা হয়তো ঘটছে। আমাদের লোক সার্বক্ষণিক দায়িত্বে আছে। এরকম কিছু হলে আমরা অবশ্যই দেখব।’ এ সময় যাত্রী হয়রানি বা ভাড়া বেশি নেওয়ার অভিযোগগুলো আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন সেতুমন্ত্রী।
ঈদের পরে বিএনপির আন্দোলনের ঘোষণার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘দেখতে দেখতে ১৩ বছর পার হলো, আন্দোলন হবে কোন বছর? বিগত ১৩ বছর থেকে বিএনপি ঈদের পরে কঠোর আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়ে আসছে। আসলে পথ হারানো পথিকের অবস্থা যেমন হয়, বিএনপির অবস্থাও তেমন হয়েছে ৷ তারা কখন যে কী বলবে, কখন যে কী করবে, সেটা বলা মুশকিল।’
বিএনপির জাতীয় ঐক্যের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের গড়া জাতীয় ঐক্যের চেহারাটা আমরা গত নির্বাচনেও দেখেছি। তারপর সংলাপে এল, নির্বাচনে যাবে, নির্বাচনের সময় দেখা গেল তাদের ঐক্যের লেজেগোবরে অবস্থা। তাদের (বিএনপি) হয়ে আন্দোলনের নেতা কে? নির্বাচনে জিতলে তাদের প্রধানমন্ত্রী কে হবে?’
ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। রোববার (১৯ অক্টোবর) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২৮ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে দলের প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেনির্বাচন কমিশনকে ‘গনিমতের মাল’ হিসেবে সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত ভাগ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগেহেনস্তার শিকার আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে ভেতরে ঢুকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন।
৪ ঘণ্টা আগে