Ajker Patrika

সার্চ কমিটিতে নাম দেওয়ার প্রশ্নই নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৩৩
সার্চ কমিটিতে নাম দেওয়ার প্রশ্নই নেই: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে কোনো নাম দেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে আজ সোমবার চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে দেখতে গিয়ে তিনি এ কথা জানান। 

বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সার্চ কমিটির বিএনপির কাছে মূল্য নেই। নাম দেওয়ার তো কোনো প্রশ্নই উঠতে পারে না। আমরা গতবারের অভিজ্ঞতা এবং তার আগের অভিজ্ঞতায় দেখেছি যে, এগুলোতে কোনো লাভ হয় না। সরকার যে থাকবে, তার যে পছন্দমতো কমিশন, সেটাই তারা করে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সার্চ কমিটির বেশির ভাগ লোকজনই আওয়ামী লীগের সঙ্গেই সম্পৃক্ত এবং একজন আছেন, তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এই ধরনের সার্চ কমিটি যে তারা করবে, এটা আমরা আগে থেকেই জানি। জানি বলেই এই সার্চ কমিটির ব্যাপারে, রাষ্ট্রপতির কাছে যাওয়ার ব্যাপারে আমরা না করে দিয়েছি।’ 

মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য, আবার ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার, তাই করছে। তারা একটা আইনও প্রণয়ন করেছে, যেটা সম্পূর্ণরূপে জনগণের ইচ্ছার বিরুদ্ধে। গত দুইবার যেভাবে করেছে, এবারও ঠিক একইভাবে করছে, শুধু একটা খোলস লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা বলছে, যে এইভাবে করছি, সুন্দরভাবে করছি, আমরা সকলের কাছ থেকে মতামত নিচ্ছি। তারপর দেখা যাবে শেষ মুহূর্তে হুদার মত লোকজনকেই করবে।’ 

মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে না। কারণ আমরা মনে করি যে, ওই নির্বাচনে জনগণই অংশগ্রহণ করবে না। নির্বাচন কমিশন বা সার্চ কমিটি যদি আওয়ামী লীগ সরকারের অধীনে হয়, এটা কখনই গ্রহণযোগ্য হবে না। নির্বাচনই গ্রহণযোগ্য হবে না যদি নির্বাচনকালে আওয়ামী লীগ সরকার থাকে। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত