Ajker Patrika

পাঁচ সিটিতে জাপার মেয়র প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মে ২০২৩, ২০: ১৮
পাঁচ সিটিতে জাপার মেয়র প্রার্থী ঘোষণা

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। প্রার্থীরা হচ্ছেন সিলেটে মোহাম্মদ নজরুল ইসলাম (বাবুল), রাজশাহীতে মোহাম্মদ সাইফুল ইসলাম (স্বপন), গাজীপুরে এম এম নিয়াজ উদ্দিন, বরিশালে ইকবাল হোসেন (তাপস) ও খুলনায় মোহাম্মদ শফিকুল ইসলাম (মধু)। 

আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাপার চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

প্রার্থী ঘোষণা করে জি এম কাদের বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশাবাদী হতে চাই। আমরা আশা করছি, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। আমাদের প্রার্থীরা যেন বিজয়ী হয়, সেই মনোভাব নিয়েই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।’

সব নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি আমাদের প্রত্যাশা, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। প্রার্থীরা যেন নির্বাচনী কাজে সমান সুযোগ পায়। ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। ভোটাররা যেন অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা দলকে আরও শক্তিশালী করতে কাজ করছি।’

এ সময় জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা সরকারের সঙ্গে নেই। সংসদে আমাদের বক্তব্য প্রমাণ করে সরকারের সঙ্গে আমাদের কোনো প্রেম নেই। আমরা নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে ৩০০ আসনে অংশ নেওয়ার পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত