নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির সিদ্ধান্তকে ‘তামাশার নাটিকা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ইউএনও ও ওসিদের রদবদলের সিদ্ধান্তটিও আওয়ামীমনা ওসি-ইউএনওদের রদবদল মাত্র। সমগ্র প্রক্রিয়াটিও হাসি-তামাশার নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা।’
আজ রোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, ‘দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, আক্রমণ, হামলা, হত্যা ও জখমের এক ভয়ানক সহিংস পরিবেশের মধ্যে চরম ভয়-ভীতির মধ্যে দিন যাপন করছে, সেখানে নির্বাচন কমিশন কিসের প্রশাসনিক রদবদল করছে? বিএনপির নেতা-কর্মীরা যখন ঘরছাড়া, এলাকাছাড়া তখন কমিশন পৃথিবীর সর্ব যুগের নিকৃষ্টতম নির্বাচনের তামাশার আয়োজনের প্রতি জনগণের মোটেও কোনো ভ্রুক্ষেপ নেই। যে নির্বাচনে ৬০টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, সেই নির্বাচন নিয়ে এত তোড়জোড় করতে কিসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আউয়াল।’
এ সময় নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ২৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ১০টি মামলায় ৯৮৫ জনের বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।’
এ সময়ে বিভিন্ন হামলায় অর্ধশত নেতা-কর্মী আহত ও একজন নিহত হয়েছেন বলেও অভিযোগ করেন রিজভী। নিহত ব্যক্তি মো. ফোরকান আলী (৪২) যুবদলের নেতা।
এর আগে নবম দফায় অবরোধের সমর্থনে গতকাল শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। সকালে রাজধানীর কাকরাইল মোড় থেকে শান্তিনগর কর্ণফুলী মার্কেট পর্যন্ত ঝটিকা মিছিল বের করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। মিছিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, ‘সরকার ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতার নাটক সাজিয়েছে, ২০১৮ সালে নিশিরাতের ভোটে নাটক সাজিয়ে নির্বাচন-নির্বাচন খেলা করেছে। এবারও তারা “আমরা আর মামুরা” স্টাইলের নির্বাচনের অপচেষ্টা করছে। তারা ভেবেছে, এভাবে একতরফা নির্বাচন করে পার পেয়ে যাবে। সেটি হতে দেওয়া হবে না।’
নির্বাচন প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, এবার দেশের জনগণ জেগে উঠেছে। গুলি করে, গ্রেপ্তার করে, মিথ্যা মামলা দিয়ে কোনো লাভ হবে না। জনগণ সরকারের একতরফা নির্বাচন হতে দেবে না, যেকোনো মূল্যে প্রতিরোধ করবে।’
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির সিদ্ধান্তকে ‘তামাশার নাটিকা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ইউএনও ও ওসিদের রদবদলের সিদ্ধান্তটিও আওয়ামীমনা ওসি-ইউএনওদের রদবদল মাত্র। সমগ্র প্রক্রিয়াটিও হাসি-তামাশার নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা।’
আজ রোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, ‘দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, আক্রমণ, হামলা, হত্যা ও জখমের এক ভয়ানক সহিংস পরিবেশের মধ্যে চরম ভয়-ভীতির মধ্যে দিন যাপন করছে, সেখানে নির্বাচন কমিশন কিসের প্রশাসনিক রদবদল করছে? বিএনপির নেতা-কর্মীরা যখন ঘরছাড়া, এলাকাছাড়া তখন কমিশন পৃথিবীর সর্ব যুগের নিকৃষ্টতম নির্বাচনের তামাশার আয়োজনের প্রতি জনগণের মোটেও কোনো ভ্রুক্ষেপ নেই। যে নির্বাচনে ৬০টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, সেই নির্বাচন নিয়ে এত তোড়জোড় করতে কিসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আউয়াল।’
এ সময় নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ২৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ১০টি মামলায় ৯৮৫ জনের বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।’
এ সময়ে বিভিন্ন হামলায় অর্ধশত নেতা-কর্মী আহত ও একজন নিহত হয়েছেন বলেও অভিযোগ করেন রিজভী। নিহত ব্যক্তি মো. ফোরকান আলী (৪২) যুবদলের নেতা।
এর আগে নবম দফায় অবরোধের সমর্থনে গতকাল শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। সকালে রাজধানীর কাকরাইল মোড় থেকে শান্তিনগর কর্ণফুলী মার্কেট পর্যন্ত ঝটিকা মিছিল বের করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। মিছিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, ‘সরকার ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতার নাটক সাজিয়েছে, ২০১৮ সালে নিশিরাতের ভোটে নাটক সাজিয়ে নির্বাচন-নির্বাচন খেলা করেছে। এবারও তারা “আমরা আর মামুরা” স্টাইলের নির্বাচনের অপচেষ্টা করছে। তারা ভেবেছে, এভাবে একতরফা নির্বাচন করে পার পেয়ে যাবে। সেটি হতে দেওয়া হবে না।’
নির্বাচন প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, এবার দেশের জনগণ জেগে উঠেছে। গুলি করে, গ্রেপ্তার করে, মিথ্যা মামলা দিয়ে কোনো লাভ হবে না। জনগণ সরকারের একতরফা নির্বাচন হতে দেবে না, যেকোনো মূল্যে প্রতিরোধ করবে।’
সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে এ শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব দলটি করেছে। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
৩১ মিনিট আগেকয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেমনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
১৬ ঘণ্টা আগেবিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১৭ ঘণ্টা আগে