নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগে যোগ দিয়েই বিএনপির সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়াকে নির্বাচনের চমক বলে মনে করছেন ক্ষমতাসীন দলের একাধিক নেতা। এক নেতার মতে, ভোটের মাঠে দলের পক্ষ থেকে চমকের কথা বলা হয়েছিল, সেই চমক হচ্ছে মনোনয়ন দাখিলের শেষ সময়ে শাহজাহান ওমরের নৌকা মার্কা পাওয়া।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগদান করার কথা জানান শাহজাহান ওমর। এ সময় তিনি ঝালকাঠি-১ আসনে দলটির মনোনয়ন পেয়েছেন সেই চিঠিও সাংবাদিকদের দেখান। যে আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন টানা তিনবারের এমপি বজলুল হক হারুন।
শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগদান ও মনোনয়ন পাওয়ার বিষয়টি নিয়ে আজ সন্ধ্যার পরে দলটির প্রায় ১০ জন সভাপতিমণ্ডলী এবং সম্পাদকমণ্ডলীর সদস্যের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। আলাপকালে অধিকাংশ নেতাই ঘটনাটি এ প্রতিবেদকের কাছ থেকে প্রথম শুনেছেন বলে জানান। আবার দু-একজন নির্বাচনী এলাকায় আছেন বলে জানান।
দলটির সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, ‘ভালো তো একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে যোগদান করেছে।’ আরেক নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তিনি সাহসী ভূমিকা রেখেছিলেন। এ রকম কেউ আমাদের দলে যোগদান করাটা ইতিবাচক। এটা আমাদের রাজনীতির চমক, নির্বাচনের চমক বলতে পারেন।’
রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গতকাল বুধবার জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। গতকাল বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। কারাগার থেকে মুক্তি পেয়ে আজ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিলেন তিনি।
শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগদান ও মনোনয়ন পাওয়ার বিষয়টি দলটির কেন্দ্রীয় নেতারাও বুঝতে চেষ্টা করছেন বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক সাংগঠনিক সম্পাদক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমিও বুঝতে পারছি না। যা-ই হোক, তিনি তো একজন মুক্তিযোদ্ধা। দেশের জন্য তিনি তাঁর যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখতে পারবেন।’
আওয়ামী লীগে যোগ দিয়েই বিএনপির সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়াকে নির্বাচনের চমক বলে মনে করছেন ক্ষমতাসীন দলের একাধিক নেতা। এক নেতার মতে, ভোটের মাঠে দলের পক্ষ থেকে চমকের কথা বলা হয়েছিল, সেই চমক হচ্ছে মনোনয়ন দাখিলের শেষ সময়ে শাহজাহান ওমরের নৌকা মার্কা পাওয়া।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগদান করার কথা জানান শাহজাহান ওমর। এ সময় তিনি ঝালকাঠি-১ আসনে দলটির মনোনয়ন পেয়েছেন সেই চিঠিও সাংবাদিকদের দেখান। যে আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন টানা তিনবারের এমপি বজলুল হক হারুন।
শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগদান ও মনোনয়ন পাওয়ার বিষয়টি নিয়ে আজ সন্ধ্যার পরে দলটির প্রায় ১০ জন সভাপতিমণ্ডলী এবং সম্পাদকমণ্ডলীর সদস্যের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। আলাপকালে অধিকাংশ নেতাই ঘটনাটি এ প্রতিবেদকের কাছ থেকে প্রথম শুনেছেন বলে জানান। আবার দু-একজন নির্বাচনী এলাকায় আছেন বলে জানান।
দলটির সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, ‘ভালো তো একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে যোগদান করেছে।’ আরেক নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তিনি সাহসী ভূমিকা রেখেছিলেন। এ রকম কেউ আমাদের দলে যোগদান করাটা ইতিবাচক। এটা আমাদের রাজনীতির চমক, নির্বাচনের চমক বলতে পারেন।’
রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গতকাল বুধবার জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। গতকাল বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। কারাগার থেকে মুক্তি পেয়ে আজ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিলেন তিনি।
শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগদান ও মনোনয়ন পাওয়ার বিষয়টি দলটির কেন্দ্রীয় নেতারাও বুঝতে চেষ্টা করছেন বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক সাংগঠনিক সম্পাদক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমিও বুঝতে পারছি না। যা-ই হোক, তিনি তো একজন মুক্তিযোদ্ধা। দেশের জন্য তিনি তাঁর যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখতে পারবেন।’
মানবিক করিডরের নামে বাংলাদেশ, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি করে যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। আর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সহযোগী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলছেন, বাংলাদেশের জনগণ দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় জড়িত...
২ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির পক্ষ থেকে সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর শেষে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিযোগ করেন।
৫ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের কিছু প্রস্তাব মানা রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জিং মন্তব্য করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ‘প্রতিবেদনের কিছু বিষয় রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জিং। সেগুলোতে ঐকমত্য পৌঁছানো খুব দুরূহ ব্যাপার। সেগুলো বিরোধাত্মক অনেকটা রাজনৈতিক...
৬ ঘণ্টা আগে