নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জামায়াতের আমির শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপক্ষীয় এই আলোচনা অত্যন্ত ‘চমৎকার’ হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আগামীতে আরও কীভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়েও আমরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছি।’
বৈষম্যবিরোধী আন্দোলন এবং পরিবর্তিত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, ‘আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের স্বাস্থ্যগত বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়া কী সহযোগিতা করতে পারে, সে বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাদের এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।’
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও কথা হয়েছে বলে জানান জামায়াতের আমির।
বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে দলটির নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, রফিকুল ইসলাম খান, এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ আরও অনেকে অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জামায়াতের আমির শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপক্ষীয় এই আলোচনা অত্যন্ত ‘চমৎকার’ হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আগামীতে আরও কীভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়েও আমরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছি।’
বৈষম্যবিরোধী আন্দোলন এবং পরিবর্তিত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, ‘আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের স্বাস্থ্যগত বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়া কী সহযোগিতা করতে পারে, সে বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাদের এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।’
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও কথা হয়েছে বলে জানান জামায়াতের আমির।
বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে দলটির নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, রফিকুল ইসলাম খান, এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ আরও অনেকে অংশ নেন।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) ও এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)-এর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ মিনিট আগেআজ সকাল সাড়ে ৭টার দিকে দুটি ডাবল ডেকার বাসে করে স্মৃতিসৌধে আসেন দলটির নেতা–কর্মীরা। স্লোগান দিতে দিতে তাঁরা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টার দিকে তাঁরা স্মৃতিসৌধ ত্যাগ করেন। এরপর সাভার থেকে রায়েরবাজারে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত করবেন...
৩০ মিনিট আগেসাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর পর প্রথম কর্মসূচির অংশ ছিল এটি।
১ ঘণ্টা আগেআত্মপ্রকাশের পর এবার দল গোছাতে মন দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলের লক্ষ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটি ব্যাপক জনসম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। এই কারণে কেন্দ্রের পর এবার তৃণমূলে কমিটি গঠনের দিকে নজর দিয়েছে দলটি।
৮ ঘণ্টা আগে