Ajker Patrika

সংস্কার ও বিচার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির

 কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিচার শেষ করে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে পরওয়ার এই আহ্বান জানান। লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন।

সেক্রেটারি জেনারেল বলেন, ১৬টি বছর বাংলাদেশ শেখ হাসিনা নামক এক জগদ্দল পাথরের নিচে চাপা ছিল। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্রদের গণ-আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি মুক্ত হয়েছিল। আওয়ামী লীগ নির্বাচনের নামে বাঙালি জাতির সঙ্গে প্রহসন করেছে। ২০১৪ সালে নির্বাচনবিহীন, ২০১৮ সালে রাতে ভোট সম্পন্ন ও ২০২৪ সালে আমি আর ড্যামি নাটকের মাধ্যমে বারবার ক্ষমতায় এসেছিল।

আওয়ামী লীগের আমলে জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে অসংখ্য নেতা-কর্মীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে পরওয়ার বলেন, আওয়ামী লীগের নির্যাতনে অসহ্য হয়ে পুরো বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। সারা দেশের ওলামায়ে কেরাম ও ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী লোকদের জেল, জুলুম দিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতার মসনদে স্থায়ী হতে চেয়েছিল। কিন্তু অন্যায়, জুলুম ও অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে পারা যায় না।

জামায়াতের এ নেতা বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে সংস্কার ও বিচার কার্যক্রম শেষ করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান। পরে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীর নাম ঘোষণা ও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

লাকসাম পৌরসভা জামায়াতের আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম। বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলার আমির মো. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মুহাম্মদ ইয়াসিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি আবদুল মমিন, মুহাম্মদ মাহফুজুর রহমান, লাকসাম উপজেলা আমির জহিরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত