Ajker Patrika

জনগণ ছাড়া অসহযোগ আন্দোলনের কোনো মানেই হয় না: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৫: ০১
জনগণ ছাড়া অসহযোগ আন্দোলনের কোনো মানেই হয় না: শিক্ষামন্ত্রী

জনগণ যাদের সঙ্গে নেই, তাদের অসহযোগ আন্দোলনের কোনো মানেই হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কেঁতুয়া গ্রামের পাটওয়ারীবাড়িতে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 
 
দীপু মনি বলেন, ‘১৯৭১ সালে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ করেছি, আমরা সফল হয়েছি। ব্রিটিশবিরোধী আন্দোলনে গান্ধীজি অসহযোগ করেছেন, তিনি সফল হয়েছেন। সফল অসহযোগ এগুলোই। আর তারা (বিএনপি) কার বিরুদ্ধে কাকে নিয়ে অসহযোগ করছে। ২-৫ জন নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে এবং নাশকতা করে। 

শিক্ষামন্ত্রী বলেন, অসহযোগ মানে কিন্তু নাশকতা নয়। অসহযোগ মানে ট্রেনে আগুন দিয়ে শিশু-নারী হত্যা করা নয়। যারা এই নাশকতা ও সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীদের দোসর, অসহযোগের মানেও তারা বোঝে না। অসহযোগ করার তাদের কোনো সুযোগও নেই, কারণ জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ ছাড়া অসহযোগ করা যায় না। 

দীপু মনি বলেন, সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। কিন্তু তারা ইতিহাস বিকৃতকারী, সে কারণে তারা ইতিহাসও বোঝে না। 

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টুসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত