অনলাইন ডেস্ক
উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘এখনো পর্যন্ত উনাকে (তারেক রহমান) দেশে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। সে জন্য অল্প কিছু সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন।’
তারেক রহমান কী বার্তা দিলেন, এ প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা আশকারা পেতে পারে বলে তিনি মনে করেন।’
সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেটা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করাটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। আমি মনে করি-এটা না হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। এ কারণে যত শিগগিরই সম্ভব রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।’
এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
নতুন দল গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে এই অবস্থায় বাংলাদেশের যদি নতুন রাজনৈতিক শক্তি উদয় হয়, আমরা স্বাগত জানাব। তবে সেটা যেন কিংস পার্টির মতো বা সরকারি সহযোগিতায় না হয়।’
বিএনপি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচনমুখী দল হিসেবে আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।’
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে রওনা করেন সালাহউদ্দিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: আজকের পত্রিকা
জেলার খবর, ঢাকা, রাজধানী, বিমানবন্দর, রাজনীতি, তারেক রহমান, বিএনপি, সালাহউদ্দিন
উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘এখনো পর্যন্ত উনাকে (তারেক রহমান) দেশে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। সে জন্য অল্প কিছু সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন।’
তারেক রহমান কী বার্তা দিলেন, এ প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা আশকারা পেতে পারে বলে তিনি মনে করেন।’
সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেটা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করাটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। আমি মনে করি-এটা না হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। এ কারণে যত শিগগিরই সম্ভব রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।’
এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
নতুন দল গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে এই অবস্থায় বাংলাদেশের যদি নতুন রাজনৈতিক শক্তি উদয় হয়, আমরা স্বাগত জানাব। তবে সেটা যেন কিংস পার্টির মতো বা সরকারি সহযোগিতায় না হয়।’
বিএনপি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচনমুখী দল হিসেবে আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।’
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে রওনা করেন সালাহউদ্দিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: আজকের পত্রিকা
জেলার খবর, ঢাকা, রাজধানী, বিমানবন্দর, রাজনীতি, তারেক রহমান, বিএনপি, সালাহউদ্দিন
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান পুলিশের কর্মঘণ্টা অনুযায়ী বেতনকাঠামো পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ডিসি, ইউএনও বা অন্যান্য সরকারি কর্মকর্তাদের কাজের একটি নির্দিষ্ট সময় থাকে, কিন্তু পুলিশ কর্মকর্তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
১০ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মনে করেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র সফলভাবে বাস্তবায়নের পরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা
১২ ঘণ্টা আগেজাতীয় সংসদে বিদ্যমান সংরক্ষিত ৫০টি নারী আসন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। একই সঙ্গে আগামী নির্বাচনে সংসদে মোট আসনের মধ্যে পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে দলটি। পরে ধারাবাহিকভাবে এই হার বাড়ানোর পক্ষে বিএনপি।
১৩ ঘণ্টা আগেতারিক আদনান মুন বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশির শ্রম, মেধা ও রেমিট্যান্সে বাংলাদেশ চলমান। অথচ এখনো তাঁদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শুধু একটি-দুটি দেশে সীমিত পাইলট প্রকল্প চালুর কথা বলা হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।’
১৩ ঘণ্টা আগে