Ajker Patrika

পুলিশ সংস্কারে প্রস্তাবনা তৈরি করেছে বিএনপি

অনলাইন ডেস্ক
পুলিশ সংস্কারে প্রস্তাবনা তৈরি করেছে বিএনপি

‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘পুলিশ সংস্কার’ কমিটির প্রস্তাবনা ১৬ নভেম্বর জমা দেওয়ার কথা থাকলেও তা গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে।

দলীয় সূত্র বলছে, পুলিশ সংস্কারের প্রস্তাবনা তৈরি করা হয়েছে। এসব প্রস্তাবনার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হবে। এসব প্রস্তাবনা সরকারকে দেওয়া হবে নাকি ভবিষ্যতে পুলিশ সংস্কারে কাজে লাগানো হবে, তা দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্রসচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক সংসদ সদস্য আনসার উদ্দিন খান পাঠান এবং পিপিএম ও সাবেক ডিআইজি সদস্যসচিব খান সাঈদ হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত